1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ, তাই মোদীর আসাম সফর বাতিল

৮ জানুয়ারি ২০২০

সিএএ নিয়ে প্রবল বিক্ষোভ চলছে, তাই আসাম সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী শুক্রবার গুয়াহাটিতে গিয়ে তাঁর 'খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস' এর উদ্বোধন করার কথা ছিল৷

https://p.dw.com/p/3Vt7E
ছবি: Getty Images/AFP/B. Boro

সিএএ-র বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ তো চলছেই, তার ওপর আসু আগাম হুমকি দিয়ে রেখেছিল, প্রধানমন্ত্রী আসাম এলে ব্যাপক বিক্ষোভ দেখানো হবে৷ দেখানো হবে কালো পতাকা৷ এরপর অশান্ত আসাম এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী মোদী৷ সরকারিভাবে সফর বাতিল করার কথা জানানো না হলেও 'খেলো ইন্ডিয়া গেমসে'-এর সিইও অবিনাশ জোশী জানিয়েছেন, তাঁদের আমন্ত্রণের কোনও আনুষ্ঠানিক জবাব আসেনি৷ তাঁর সঙ্গে কথা বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ''অবিনাশ বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম৷ এখনও পর্যন্ত কোনও জবাব আসেনি৷ বরং ঘরোয়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি আসবেন না৷'' গুয়াহাটিতে অগ্রদূত সংবাদপত্রগোষ্ঠাী আয়োজিত অনুষ্ঠানেও যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ তাঁদেরও জানিয়ে দেওয়া হয়েছে, মোদী যাবেন না৷ 

সিএএ পাস হওয়ার পর এই নিয়ে  আসামে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর বাতিল হল৷ এর আগে ১৫ থেকে ১৭ ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর শীর্ষ বৈঠক গুয়াহাটিতে হওয়ার কথা ছিল৷ তখনও বিক্ষোভে উত্তাল আসামে এই বৈঠক করা যায়নি৷ এখনও করা গেল না৷

'খেলো ইন্ডিয়া'ও প্রধানমন্ত্রী মোদীর পছন্দের প্রকল্প৷ সেখানে না যেতে পারার একটা অস্বস্তি মোদীর থাকবে৷ অসমীয় প্রতিদিনের প্রবীণ সাংবাদিক আশিস গুপ্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''গত ছ বছরের মধ্যে এই প্রথম মনে হচ্ছে, মোদী সরকার প্রকৃত চাপের মুখে পড়েছে৷ না হলে আগেও বিভিন্ন বিষয়ে আন্দোলন হয়েছে৷ কিন্তু কখনও প্রধানমন্ত্রীর সফর বাতিল করার মতো ঘটনা ঘটেনি৷ বিক্ষোভকারীরা আসামের মন্ত্রীদেরও যেখানে পারছেন, সেখানেই কালো পতাকা দেখাচ্ছেন৷'' এই উত্তেজক পরিস্থিতির জন্যই সফর বাতিল হয়েছে প্রধানমন্ত্রীর।

সারা দেশে যে কারণে সিএএ নিয়ে বিক্ষোভ হচ্ছে, আসামে অবশ্য সে জন্য হচ্ছে না৷  এখানে বিক্ষোভের কারণ হল, আসামের লোক বাদে মূলত ১২ লাখ বাঙালি যদি নাগরিকত্ব পেয়ে যান, তা হলে তো তাঁদের এনআরসি করার মূল উদ্দেশ্যই বানচাল হবে৷ তাই তারা কিছুতেই সিএএ মানতে রাজি নয়। সেই আসাম আন্দোলনের পর থেকে এতদিন মৃতপ্রায় আসু এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আবার চাঙ্গা হয়ে গিয়েছে৷ এই প্রথমবার অসম শাসন করতে গিয়ে বিজেপি ব্যাকফুটে৷ 

জিএইচ/এসজি (ইন্ডিয়ান এক্সপ্রেস)