1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘বিএনপি বা সামরিক সরকারের আমলে উল্টোপথে হেঁটেছে দেশ'': ডা. দীপু মনি

৩১ আগস্ট ২০১০

ডয়চে ভেলেকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বর্তমান বিরোধী দল কিংবা সামরিক সরকার যখন ক্ষমতায় ছিল, তখন দেশ উল্টোপথে হেঁটেছে৷

https://p.dw.com/p/P0rL
ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারমান’এর সঙ্গে ডা. দীপু মনিছবি: DW

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন মানবাধিকার পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে উন্নত৷

Dr. Dipu Moni in Deutschen Welle
ডয়চে ভেলে ভবনে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়ছবি: DW

গত সোমবার বিকালে জার্মানির বন শহরে ডয়চে ভেলের কার্যালয় পরিদর্শন করেন তিনি৷ এ সময় তিনি এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে৷ বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যে আওয়ামী লীগ সরকার ব্যর্থ৷ এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘‘ব্যর্থতা সফলতা কোন মানদণ্ডে মাপা হয়? মানুষের চাহিদার ভিত্তিতেই ব্যর্থতা সফলতা ঠিক করা হয়৷ আমাদের যে নির্বাচনী ইশতাহার ছিল, সেই ইশতেহারের উপর ভিত্তি করে, তার উপর আস্থা বিশ্বাস রেখেই বাংলার মানুষ আমাদের ভোট দিয়েছে৷ আমরা সে দায়িত্ব নিয়ে সেই ইশতাহারের আমরা কতটুকু পালন করেছি, সেটা দিয়েই বোঝা যাবে যে আমরা ব্যর্থ কি সফল৷ আমরা এই ইশতেহার বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি৷''

Dr. Dipu Moni
ডয়চে ভেলে ভবনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিছবি: DW

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘‘দেশে এখন মানবাধিকার পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে উন্নত৷ আজকে দেশের মানুষ খেয়ে-পরে বাঁচছে৷ আজকে কৃষি ক্ষেত্রে এসেছে বিরাট সাফল্য৷'' তিনি বলেন, সকল ক্ষেত্রে যে ধরণের অগ্রগতি সূচিত হয়েছে, সেটি এর আগে আজকের বিরোধী দল কিংবা সামরিক সরকারগুলোর যখন ক্ষমতায় ছিল, সেই সময়ে কখনো হয়নি, বরং তখন বাংলাদেশ উল্টো দিকে হেঁটেছে৷ তিনি আরও বলেন, ‘‘আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করতে পেরেছি, আমরা সেই রায় কার্যকর করতে পেরেছি৷ আজ যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হচ্ছে৷ এগুলো সব জাতির আকাঙ্ক্ষা৷ জনগণের আকাঙ্ক্ষা যখন পূরণ হচ্ছে, তখন একে যদি কেউ ব্যর্থতা বলেন, তাহলে তার জবাব জনগণই দেবেন৷''

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘‘যারা একাত্তরের পর এত বছর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং মানবতা বিরোধী শক্তির সঙ্গে রয়েছে, যারা '৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই হত্যাকারীদের রাজনীতিতেই শুধু পুর্নবাসিত করেনি, রাষ্ট্রীয় ক্ষমতাতেও বসিয়েছে৷ এর মাধ্যমে তারা জাতিকে বারবার অপমান করেছে৷ সেই শক্তিই চাইছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্ত করতে৷''

সাক্ষাৎকার: সাগর সরওয়ার
সম্পাদনা: সঞ্জীব বর্মন