1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাহরাইনের বিরুদ্ধে ভারতের জেতার প্রত্যাশা রয়েছে

১৪ জানুয়ারি ২০১১

কাতারের দোহায় চলছে এশিয়ান কাপ৷ আজ ভারত এবং বাহরাইনের মধ্যে ম্যাচ৷ এর আগের খেলাতে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে ভারত হারলেও, বহু বছর পরে খেলতে নেমে ভারত সেই তুলনায় অনেক ভালো খেলেছে বলতেই হবে৷

https://p.dw.com/p/zxY7
এশিয়ান কাপে আজ মাঠে নামছে ভারত ও বাহরাইনছবি: DW

দোহাতে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিবেদক অরুনাভ চৌধুরী৷ আজকে ভারতীয় দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বললেন,‘‘খেলাটা নিয়ে ভারতের জাতীয় কোচ বব হটনের সঙ্গে কথা হয়েছিল৷ তিনি আমাকে জানিয়েছেন, এই মুহূর্তে ভারতীয় দলের সবাই ফিট খেলার জন্যে৷ বাইচুং ভুটিয়া ছাড়া অন্য কারো ইনজুরির সমস্যা নেই৷ তবে সেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতো খেলার পরে, ভারতের জাতীয় দলকে মোটের ওপরে ১০/১১ কিলোমিটার দৌড়াতে হয়েছে৷ তাই তিনি এই খেলাটির জন্যে দুটো-তিনটে পরিবর্তন করবেন৷ চিন্তা করা হচ্ছে সামনে অভিষেক যাদব খেলবেন এবং বাঁ দিকে রেনি সিং খেলার সুযোগ পাবেন৷''

অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যেকার খেলা নিয়ে অন্যান্য দলের প্রতিক্রিয়া সম্পর্কে অরুনাভ জানান,

‘‘সবাই বলছেন, যে তারা আশা করেননি যে ভারত অস্ট্রেলিয়াকে এই রকম একটা ফাইট দেবে৷ অস্ট্রেলিয়ার জার্মান কোচও বলেছেন যে, তিনি এমনটা ভাবতে পারেন নি৷ এক সংবাদ সম্মেলনে চীনের কোচও বলেছেন যে, তিনি ভাবতেই পারেননি যে, ভারত এতো ভালো দল৷ কারণ ৪-০ তে হেরেও ভারত তার মান সম্মান রাখতে পেরেছে৷ এখন দেখতে হবে যে বাহরাইনের বিরুদ্ধে তারা কী করতে পারে৷ বাহরাইনের সাংবাদিক যারা এখানে এসেছেন, তারা বলছেন যে এটা তাদের জন্য এক কঠিন ম্যাচ হতে পারে৷ একটা ড্র-ও হতে পারে৷ দেখা যাক, আজকে রাতে এই ম্যাচে কী হবে৷''

তবে আজকের খেলা নিয়ে ভারতীয় দলের খেলোয়াড়দের প্রত্যাশা রয়েছে জানালেন অরুনাভ,

‘‘বাহরাইনের বিরুদ্ধে একটা আরো ভালো ফলাফল করার জন্যে তাদের আশা আছে৷ তারা চেষ্টা করবেন জেতার জন্যে আর গণমাধ্যমেও যে ইতিবাচক প্রতিক্রিয়াটি দেখা গেছে, সেইজন্যে তারা চেষ্টা করবে সেটা ধরে রেখে বাহরাইনের বিরুদ্ধে জেতার জন্যে৷''

সাক্ষাৎকার: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন