1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালাক কি জার্মান দলের ক্যাপ্টেন থাকছেন?

১৩ আগস্ট ২০১০

বিশ্বকাপ ফুটবলের ঠিক আগে আহত হওয়ার কারণে মিশায়েল বালাক জার্মান জাতীয় দলের ক্যাপ্টেন থাকতে পারেন নি৷ কিন্তু তাঁর জন্য এই দ্বার কি এবার চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে?

https://p.dw.com/p/OmcD
আবার কি ক্যাপ্টেনের মর্যাদা ফিরে পাবেন বালাক?ছবি: AP

বিশ্বকাপের ঠিক আগে বালাক আহত হওয়ার ফলে টিমের সাফল্যের সম্ভাবনা নিয়ে জার্মানিতে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছিলো৷ কোচ ইওয়াখিম ল্যোভ তারুণ্যে ভরপুর এক টিম নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হলেন৷ এই টিমকে ঘিরে তেমন প্রত্যাশা না থাকলেও তৃতীয় স্থান দখল করে তাক লাগিয়ে দিয়েছিলো তরুণ জার্মান খেলোয়াড়রা৷ ফলে আজকাল কেউ আর তেমন বালাক'এর অভাব বোধ করছে না৷

NO FLASH Michael Ballack bei Müller-Wohlfahrt in München
বিশ্বকাপে ঠিক আগে আহত হওয়ায় দক্ষিণ আফ্রিকায় মাঠেই নামতে পারেন নি বালাকছবি: picture alliance/dpa

কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন কে থাকবেন, সেই প্রশ্নের মীমাংসা হয় নি৷ কোচ ল্যোভ নিজে বালাক'কে নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়েছেন৷ বলেছেন, বালাক তাঁর ক্যাপ্টেন ছিলেন এবং এখনো আছেন৷ এরই মধ্যে ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের পর টিমের ম্যানেজার অলিভার বিয়ারহফ'এর এক মন্তব্য শুনে বালাক অবাক৷ বালাক'এর প্রশংসা করেও বিয়ারহফ বলেন, ক্যাপ্টেন না থাকতে পারলেও বালাক আসন্ন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলতে আগ্রহী হবেন বলে তিনি মনে করেন৷ তাছাড়া এমন গুরু দায়িত্বের বোঝা না থাকলে মাঝেমধ্যে খেলার মানও বেড়ে যায়, বলেন তিনি৷

কোচ ও ম্যানেজারের এই পরস্পরবিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে৷ টিমের মধ্যে বালাক'এর সমর্থকের সংখ্যা কম নয়৷ বিশ্বকাপের সময় ক্যাপ্টেন হিসেবে ফিলিপ লাম'কে সবাই মেনে নিয়েছিলো বটে, কিন্তু অনেকের মতে, সেটা ছিলো সমস্যার সাময়িক একটা সমাধান৷ এবার দেখা যাক, শেষ হাসি কে হাসে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক