1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালাকের দল লেভারকুজেন

২০ আগস্ট ২০১০

বেশ কয়েক বছর পর বুন্ডেসলিগায় ফিরলেন জার্মান তারকা মিশায়েল বালাক৷ ইংলিশ ক্লাব চেলসি থেকে তিনি এবার এসেছেন বুন্ডেসলিগার বেয়ার লেভারকুজেন দলে৷ ইতিমধ্যে দলের প্রস্তুতিতেও যোগ দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/OsDp
Bayer Leverkusen Logo

এমনিতে লেভারকুজেন শহরটি ছোট৷ কিন্তু তাদের ফুটবল দলটি অনেক বড়৷ মানে বুন্ডেসলিগার প্রথম সারির দলগুলোর একটি লেভারকুজেন৷

মিশায়েল বালাকের অন্তর্ভুক্তি এবার গোটা দলে বেশ সাড়া ফেলেছে৷ গতবার লিগে চতুর্থ স্থানে ছিল লাল-কালো জার্সিরা৷ এবার বালাককে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে কোচ ইয়ুপ হাইনকেস এর ছেলেরা৷ দলে আছেন রেনে আডলার, যিনি বালাকের মত ইনজুরির কারণে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন৷ এছাড়া শোনা যাচ্ছে হের্থা বার্লিনের রাফায়েলকে নিয়ে আসার জন্য বেশ চেষ্টা করছে লেভারকুজেন৷ এছাড়া ব্রাজিলের থিয়াগো নেভসকেও দলে ভেড়াতে চাইছে তারা৷ মূলত মধ্যমাঠই দলের মূল শক্তি৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - রেনে আডলার, রক্ষণভাগ - মাইকেল কাদিয়েক, মানুয়েল ফ্রিডরিশ, সামি হাইপিয়া, গঞ্জালো কাস্ত্রো, মধ্যমাঠ - ট্রাংকুইলো বারনেত্তা, আরতুরো পারদো, মিশায়েল বালাক, রেনাতো আগুস্তো, আক্রমণভাগ - স্টেফান কিসলিং, এরেন ডেরডিয়ুক৷

তারকা খেলোয়াড় : মিশায়েল বালাক, রেনাতো আগুস্তো৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৪-২

কোচ : ইয়ুপ হাইনকেস

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ