1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে হাটবাজারে ছবির কেনাকাটি

১৭ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বের যে কোনো দেশের চলচ্চিত্র মুক্তির কিছু সময় পরেই তা ভিডিও হিসেবে সুলভ৷ তার আগে টিভিতেও প্রদর্শিত হয় এসব ছবি৷ কিন্তু সদ্যনির্মিত ছায়াছবির কদরই আলাদা৷ বার্লিন চলচ্চিত্র উৎসবে চলছে ছবির বেচাকেনা৷

https://p.dw.com/p/10IEN
ইউরোপীয় ফিল্ম মার্কেট (ফাইল ফটো)ছবি: Nadine Wojcik

বাংলাসহ ভারতবর্ষের প্রদেশ-শহর-গ্রামগঞ্জে হাটবাজার এখনো জমজমাট৷ নানা মানুষের ভিড়ভাট্টা৷ নানা কথা৷ বচসা৷ দরাদরি৷ অতঃপর আপস৷ রফাদফা৷

ইউরোপেও সপ্তাহান্তে বা ছুটিছাটার দিনে হাটবাজার বসে৷ তবে,চেহারাচরিত্র ভিন্ন৷ দামাদামি করার বালাই নেই৷ দরাদরি করার রেওয়াজ নেই৷ দরাদরি করা যেন মার্জিত রুচির পরিচয় নয়৷ কিন্তু ইউরোপীয় ফিল্ম মার্কেটে ছবির কেনাবেচার দরাদরি রীতিমতো দস্তুর৷ আমাদের দেশে যদি ১ কিলো ইলিশের দাম ২০০ টাকা৷

হেঁকে বসে মেছো, ক্রেতা দর শুরু করবে একশোর কম থেকে৷ ক্রেতাবিক্রেতার বচসা৷ তারপর সমঝোতা৷ দুই পক্ষই ভাবে লাভবান৷ একই দৃশ্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইউরোপীয় ফিল্ম মার্কেটেও৷ নামেই কেবল ইউরোপীয় ফিল্ম মার্কেট, কিন্তু সারা বিশ্বের ছবির সমারোহ৷ ক্রেতাবিক্রেতাও দুনিয়ার নানাদেশের৷ ক্রেতা চায় সস্তা দামে কিনতে৷ কোন ছবি সুপার হিট কিংবা কোন ছবির কদর কেমন, নির্ভর করে বিক্রয়মূল্য৷

মুম্বইয়ের একজন ক্রেতা জার্মানির দুটি ছবিসহ আরো কয়েকটি ছবি এবার বার্লিন চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট থেকে ৪ দিন দরাদরি করার পরে কিনে খুব খুশি৷ তাঁর দৃঢ় বিশ্বাস, সস্তা দামেই কিনেছে৷ জার্মানি, ফ্রান্স, হল্যাল্ড, ডেনমার্ক এবং অনেক দেশই ফিল্ম মার্কেটে ছবি বিক্রিতে ভালো ব্যবসা করেছে ইতোমধ্যেই৷ কেবল বিক্রিই নয়, নিজের দেশের ছবির প্রোমোশন ছাড়াও প্রযোজকদেরও সরাসরি সাহায্য করেছে৷ বিদেশে নিজের দেশের ছবির বাজার এবং বিক্রি মানেই সংস্কৃতির প্রচারসহ আর্থিক লাভবান৷

প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: সঞ্জীব বর্মন