1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে হামলার পরিকল্পনা

৩ নভেম্বর ২০১৬

বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সন্দেহে বার্লিনে এক সিরীয় তরুণকে আটক করেছে অপরাধ তদন্ত দল৷ রাজধানীর বড় দু'টি বিমানবন্দরের একটিতে সে হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশের ধারণা৷

https://p.dw.com/p/2S51h
বিমানবন্দরে প্রহড়া
ছবি: picture-alliance/dpa

বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সন্দেহে বার্লিনে এক সিরীয় তরুণকে আটক করেছে অপরাধ তদন্ত দল৷ রাজধানীর বড় দু'টি বিমানবন্দরের একটিতে সে হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশের ধারণা৷

পুলিশ টুইটারে জানিয়েছে, বুধবার বার্লিনের ম্যোনেব্যর্গ এলাকার একটি বাসা থেকে ২৭ বছর বয়সি ঐ তরুণকে আটক করা হয়৷ তরুণের নাম প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে, তাদের ধারণা এই তরুণ তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য৷

২০১৫ সাল থেকে বার্লিনে আছে ঐ তরুণ৷  বার্লিনার সাইটুং জানিয়েছে, ‘‘বুধবার রাত ৯ টার দিকে ঐ তরুণের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর পর তাকে আটক করা হয়৷''

জার্মানিতে চলতি বছরের জুলাইতে দু'টি হামলার ঘটনা ঘটে৷ দু'টি হামলারই দায় স্বীকার করে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস৷ এরপর থেকে পুরো জার্মানিই সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে৷ ঐ ঘটনাগুলোতে লক্ষ্যনীয় বিষয় হলো, সেগুলো জার্মানিতে আশ্রয় প্রার্থীরাই ঘটিয়েছিল৷

আটককৃত তরুণের কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত শুরু হয়েছে৷ গত বছর বিভিন্ন দেশ থেকে অন্তত ৯ লাখ শরণার্থী জার্মানিতে এসেছে৷ সেই সময় জার্মানরা তাদের স্বাগত জানিয়েছিল৷ কিন্তু এ বছর পর পর কয়েকটি হামলার ঘটনায় শরণার্থীদের প্রতি জার্মানদের দৃষ্টিভঙ্গি বদলেছে৷ এমনকি আশ্রয় প্রার্থীদের উপর হামলার ঘটনাও ঘটেছে কয়েকটি স্থানে৷ গত মঙ্গলবার বাউৎসেনে কট্টরপন্থিরা আশ্রয়প্রার্থীদের এলাকা ছেড়ে যেতে বলেছে৷

অক্টোবরে বার্লিন বিমানবন্দরে হামলার পরিকল্পনা করার সন্দেহে লাইপজিশ থেকে এক সিরীয় শরণার্থীকে আটক করেছিল জার্মানির নিরাপত্তা কর্মকর্তারা৷ তার অ্যাপার্টমেন্টে বিপুল বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছিল৷ পরে ওই যুবক পুলিশ হেফাজতে মারা যায়৷ পুলিশের দাবি, সে আত্মহত্যা করেছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান