1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা বিলোচ্ছে ছেলে!

Sanjiv Burman২৩ মার্চ ২০১৯

জার্মানির হেসেন রাজ্যে ন'বছরের একটি বাচ্চা ছেলেকে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলোতে দেখা গেছে৷ সে নাকি তার বাবা-মায়ের সঞ্চয়ের টাকা বিতরণ করছিল!

https://p.dw.com/p/3FUjD
Neuer 50-Euro-Schein
ছবি: picture-alliance/dpa/P. Zinken

হেসেন রাজ্যের বাড ভিলবেল শহরের একটি বাচ্চার টাকা বিতরণ করার ঘটনা সামনে এসেছে৷ মাত্র ন'বছরের এই বাচ্চা ছেলেটি তার প্রতিবেশীদের বাড়ির দরজায় কড়া নাড়তো৷ দরজা খুললেই তাদের হাতে ধরিয়ে দিতো ৫০ ইউরোর (প্রায় ৪,৭৮০ টাকার সমান) নোট৷

প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ চুপচাপ সেই টাকা নিয়ে নেন৷ কেউ বদলে বাচ্চাটিকে টাকাও দেন৷

বাচ্চাটির এমন আচরণে অবশেষে এক প্রতিবেশীর সন্দেহ হলে পুলিশকে ফোন করেন তিনি৷ ফলে সামনে আসে এই আশ্চর্য ঘটনা৷

কী করতে চেয়েছিল সে?

পুলিশসূত্রে জানা গেছে, একটি ব্যাগে ছেলেটির বাবা-মায়ের সঞ্চয় করা মোট ২,৭০০ ইউরো মূল্যের অর্থ ছিল৷ পুলিশের হাতে ধরা পড়লে সে এই ব্যাগের হদিশ অস্বীকার করে৷

পরে তার বাবা-মা জানান যে এই টাকা তাদের জমানো অর্থ৷ তবে খুব বড় মূল্যের ক্ষতি হয়নি তাদের৷

ছেলেটি মাত্র ২৬০ ইউরোই বিতরণ করতে সক্ষম হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷

কেন আচমকা সে এভাবে টাকা বিলোতে শুরু করলো, সেই বিষয়ে পুলিশ এখনও ধন্দে৷ ইতিমধ্যে প্রতিবেশীদের তারা অনুরোধ করেছেন ছেলেটির মা-বাবার কাছে তাদের টাকা ফিরিয়ে দিতে৷

কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ফেরত পাওয়া যায়নি সেই টাকা৷

এসএস/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য