1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট কমছে বিবিসি’র

২১ অক্টোবর ২০১০

ইউরোপ জুড়ে এখন ব্যয়-সংকোচের কোপ৷ ঋণের ভারে জর্জরিত সরকারি কোষাগারের অস্তিত্ব বাঁচাতে এবার ব্রিটেনের সরকার যে কর্মসূচির ঘোষণা করলো, তার আওতা থেকে রেহাই পেল না বিবিসি’ও৷

https://p.dw.com/p/PjbL
বাজেট, বিবিসি, ইউরোপ, BBC, Europe, Budget
বিবিসি’র লোগো

দেশে-বিদেশে বিবিসি'র যে বিশাল কর্মযজ্ঞ রয়েছে, তার ভবিষ্যৎ কি এবার অনিশ্চিত হয়ে পড়লো? দেশের মধ্যে লাইসেন্স ফি ছাড়াও এতকাল বিবিসি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ওয়ার্ল্ড সার্ভিস' ও অন্যান্য কিছু পরিষেবার জন্য আর্থিক অনুদান পেত৷ এবার পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দায় থেকে মুক্ত হচ্ছে৷ ফলে সরকারের প্রায় ৩৪ কোটি পাউন্ড সাশ্রয় হবে৷ এর বদলে আগামী ৬ বছরের জন্য লাইসেন্স ফি বছরে পরিবার প্রতি প্রায় ১৪৫ পাউন্ড স্থির রাখা হবে৷ অর্থাৎ অদূর ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা থাকছে না৷ কিন্তু হরেদরে বিবিসির বাজেটে অনেক কাটছাঁট করতে হবে৷

বিবিসি'র মহাপরিচালক মার্ক থম্পসন বলেছেন, কঠিন এই সময়ে এছাড়া কোনো উপায় নেই৷ তবে কর্মী সংগঠনের অভিযোগ, বিবিসি কোনো প্রতিরোধ ছাড়াই অতি সহজেই এই ব্যয়-সংকোচ মেনে নিয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই