1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাজেটে অনেক প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের সড়ক ভাঙা’

ফয়সাল শোভন
৩ জুন ২০২১

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়ক সেন মনে করেন, সংবিধানে যে ধরনের সমাজের আশা আকাঙ্খা রয়েছে তার প্রতিফলন নেই বাজেটে৷ এই অর্থনীতিবিদের মতে বাজেটে ভালো কথার সমাহার আছে, অনেক প্রতিশ্রুতিও রয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়নের সড়ক ভাঙ্গা৷ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা, সামাজিক নিরাপত্তা ব্যয়ে দুর্নীতি, বৈষম্য, প্রবৃদ্ধির লক্ষ্যসহ বিভিন্ন বিষয়ে৷

https://p.dw.com/p/3uPLE
DW Mitarbeiterportrait | Faisal Ahmed
ফয়সাল শোভন ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক৷@FaisalShovon14