1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজারে আসছে ‘টনি ব্লেয়ার: দ্য জার্নি’

৫ মার্চ ২০১০

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাজারে আসছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের লেখা বই ‘টনি ব্লেয়ার: দ্য জার্নি’৷ প্রধানমন্ত্রী হিসেবে জীবনের রাজনৈতিক এবং মানবিক চেহারা তুলে ধরেছেন ব্লেয়ার আত্মজীবনীমূলক এই বইটিতে৷

https://p.dw.com/p/MKgn
টনি, চেরি এবং পুত্র লিও (ফাইল ছবি)ছবি: AP

টনি ব্লেয়ার এক বিবৃতিতে বলেন, ‘‘বইটি লিখতে গিয়ে আমি নিজেই আনন্দ পেয়েছি৷ আমি প্রধানমন্ত্রী হিসেবে জীবনের রাজনৈতিক এবং মানবিক রূপ ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি৷'' তিনি বলেন, ‘‘এটা আমার অতীতের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরার প্রচেষ্টা৷ বিশেষ করে আমি চাই যে, এটা লিখতে গিয়ে আমি যে আনন্দ পেয়েছি পাঠকরাও যেন ঠিক একই ধরণের আনন্দ পায়৷''

বইটি প্রকাশ করছে ‘ব়্যানডম হাউস'৷ দাম রাখা হবে ২৫ পাউন্ড৷ একই সময়ে অ্যামেরিকা এবং ক্যানাডা থেকেও বইটি প্রকাশিত হবে৷ বইটির কভারে থাকছে টনি ব্লেয়ারের নিজের ছবি৷ ছবিতে তিনি সোজা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন৷ তাঁকে বেশ সুঠাম দেখালেও পরনে রয়েছে কালো জ্যাকেট এবং শার্ট৷

Tony Blair
টনি ব্লেয়ার (ফাইল ছবি)ছবি: picture-alliance/abaca

‘ব়্যানডম হাউসে'রপ্রধান নির্বাহী গেইল রিবাক বলেন, ‘‘টনি ব্লেয়ারের বই ‘দ্য জার্নি' তাঁর প্রধানমন্ত্রীত্বের স্মৃতিকে নতুনভাবে আবিষ্কার করবে যেমনভাবে ব্লেয়ার নিজে ব্রিটিশ রাজনীতিকে নতুন রূপ দিয়েছিলেন৷'' রিবাক বলেন, ‘‘এটি তাঁর আন্তরিক এবং প্রবেশগম্য ভঙ্গিতে লেখা বেশ খোলামেলা, উন্মুক্ত এবং গোপন তথ্য প্রকাশমূলক বই৷'' এমনকি ২০০৩ সালে ইরাকে পরিচালিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে সমর্থন এবং সহযোগিতার সিদ্ধান্তেরও ব্যাখ্যা পাঠকরা এই বই-এর মাঝে খুঁজে পাবে বলে জানা গেছে৷

বইটি ছাপানো এবং ইলেক্ট্রনিক উভয় মাধ্যমেই প্রকাশ করা হবে৷ অডিও সংস্করণে থাকবে স্বয়ং ব্লেয়ারের কণ্ঠ৷ উল্লেখ্য, ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ব্লেয়ার৷ বর্তমানে মধ্যপ্রাচ্যের জন্য জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিয়োজিত রয়েছেন ৫৬ বছর বয়সি ব্লেয়ার৷ এছাড়া তিনি সারাবিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে বক্তৃতা থেকে শুরু করে পরামর্শক হিসেবেও কাজ করছেন৷ তবে ব্লেয়ারের জীবনের একটি উল্লেখযোগ্য ব্যর্থতা হচ্ছে, গত বছর লিসবন চুক্তি অনুযায়ী সৃষ্ট ইউরোপীয় ইউনিয়নের প্রথম প্রেসিডেন্টের পদে মনোনীত না হওয়া৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক