1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইক চালিয়ে নারিকেল গাছে!

৫ জুন ২০১৯

নারিকেল গাছে ওঠা খুবই কঠিন কাজ৷ হ্যাঁ, এতদিন তা-ই ছিল৷ কিন্তু ভারতের এক কৃষক সেই কাজটাকে একেবারে সহজ করে ফেলেছেন৷ বাইক চালিয়ে গাছের মগডালে উঠতে পারেন তিনি৷

https://p.dw.com/p/3Jr5r
Mosambik Palmöl in Inhambane
ছবি: DW/L. da Conceição

ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য৷ না দেখলে কারো হয়ত বিশ্বাসই হতো না৷ একজন ছোট্ট একটা ভিডিও টু্ইট করেছেন আর সেই ভিডিও দেখেই সবার চক্ষু চড়কগাছ – এভাবেও গাছে ওঠা যায়!

ভিডিওতে দেখা যায়, নারিকেল গাছের কাছে মোটর বাইকের মতো হ্যান্ডেল লাগানো ছোট্ট একটা বাহন,  লুঙ্গি পরা এক কৃষক এসে সেই বাহনে বসলেন৷ তারপর চালিয়ে দিলেন সেই বাহন৷ চোখের পলকে অনায়াসে কৃষককে নিয়ে সেই বাহন উঠে গেল নারিকেল গাছে৷

নিজের তৈরি করা বাহনটিকে গাছের একেবারে ওপরে উঠে থামালেন, তারপর গাড়ির মতো ব্যাক গিয়ার চেপে খুব সহজে নেমেও এলেন নীচে৷

ভিডিওটি যে শুধু ভাইরাল হয়েছে তা-ই নয়, ভারতের গণমাধ্যমের খবরেও উঠে এসেছে এক কৃষকের অবাক করা সাফল্যের গল্প৷অভিনব এই আবিষ্কারের জন্য কৃষকের প্রশংসা করছেন সবাই৷ তবে তাঁর নাম, পরিচয় এখনো জানা যায়নি৷

এসিবি/কেএম (টাইমস অফ ইন্ডিয়া)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান