1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ব্লগে বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস

১২ জুন ২০১০

বিশ্বকাপ নিয়ে বাঙালির মাতামাতি তো পুরনো কাহিনী৷ প্রযুক্তির কল্যাণে এবার সেই মাতামাতির ছোঁয়া লেগেছে ইন্টারনেটেও৷ বাংলা ব্লগগুলোতে এখন আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের তুমুল বিতর্কের ভেন্যুতে পরিণত হয়েছে৷

https://p.dw.com/p/Np2h
ছবি: picture-alliance/ dpa

বাংলাদেশের আম জনতার মত বাংলা ব্লগগুলোর ব্লগাররাও এখন আর্জেন্টিনা ও ব্রাজিল – এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে৷ বিশ্বকাপ যত এগিয়ে আসছে ব্লগগুলোতে তাদের সাড়া তত বেশি দেখা যাচ্ছে৷ বিশেষ করে প্রতিপক্ষকে লক্ষ্য করে তাদের ব্যঙ্গ কবিতাগুলো বেশ মজার৷ এক দলের সমর্থক অন্য দলের সমর্থকদের ব্যঙ্গ কবিতার জবাবে পাল্টা কবিতা লিখছেন৷ জনপ্রিয় ব্লগ সাইট ‘সামহোয়্যার ইন ব্লগ' এর নিয়মিত ব্লগার লালসালু আর্জেন্টিনার সমর্থক৷ ব্রাজিলের উদ্দেশ্যে তাঁর একটি ব্যঙ্গ কবিতা এমন, ‘ওদের নাকি সেরা প্লেয়ার কোথাকার কোন পেলে, আর্জেন্টিনার মেসির তুলনায় একদম বাচ্চা ছেলে৷ চান্দি ছিলা রোনাল্ডোর দিন এখন আর নাই, তার চেয়ে বরং আস আর্জেন্টিনার গান গাই৷'

Fußball WM Weltmeisterschaft Flash-Galerie Uruguay Frankreich
গ্যালারিতে ফরাসি ফুটবল দলের ভক্তছবি: AP

তার লেখা এই পোস্টে ব্রাজিল সমর্থক অলস_আমি নামে এক ব্লগার জবাবে লিখেছেন, ‘ব্রাজিলের পাশে দেশ নাম আর্জেন্টিনা, একদা খেলত ফুটবল, কিন্তু এখন আর জেতেনা৷' আবার ব্লগার লালসালুর লেখা কবিতার জবাবে আরেক ব্রাজিল সমর্থক ব্লগার সীমাহীন সমুদ্র লিখেছেন, ‘নিজের খেলা খেলতে যখন মাঠে নামবে কাকা, ডজন ডজন গোলখাবি আর মনে পাবি ছ্যাঁকা৷ তাই তো বলি সময় আছে কর ব্রাজিল সাপোর্ট, মাঠে যখন নামবে ওরা দেখবি ওদের দাপট৷'

অনেক সমর্থক ব্লগার বিশ্বকাপে প্রতিপক্ষ বাদ পড়ার পর তাদের তারকা খেলোয়াড়রা কি ভাববে তা নিয়েও ব্যঙ্গ রচনা লিখেছে৷ এসব ব্লগগুলোতে নিজ দলের সমর্থক ব্লগারদের আনাগোনাও বেশ উল্লেখ করার মত৷ আবার ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক নন, এমন অনেক ব্লগারও নিজেদের মত করে পোস্ট দিচ্ছেন৷ তবে আপাতদৃষ্টিতে ব্রাজিল সমর্থক ব্লগারদের বেশি সক্রিয় দেখা যাচ্ছে৷ নিজেদের দেশের ফুটবলের অবস্থা যাই হোক না কেন, বাঙালির ফুটবল নিয়ে এই মাতামাতি মনে করিয়ে দেয় ফুটবল তাদের কাছে আসলেই কতটা প্রিয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন