বাংলা অনুষ্ঠান এফ এম তরঙ্গে শোনা যাবে | পাঠক ভাবনা | DW | 24.03.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলা অনুষ্ঠান এফ এম তরঙ্গে শোনা যাবে

আগামী ২৮শে মার্চ থেকে ডয়েচে ভেলের বাংলা অনুষ্ঠানে আনা হচ্ছে নতুনত্ব এবং বৈচিত্রতা ৷ অনুষ্ঠান সূচিতে যোগ হচ্ছে নতুন নতুন সব পরিবেশনা..

বাংলাদেশ বতার এবং ডয়চে ভেলের মধ্যে এফ এম চুক্তি সই হয়েছে৷

বাংলাদেশ বতার এবং ডয়চে ভেলের মধ্যে এফ এম চুক্তি সই হয়েছে৷

আপনাদের এই নতুনত্ব কে অবশ্যই স্বাগত জানাই৷ এ ছাড়া আগামী পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে ডয়েচে ভেলের বাংলা অনুষ্ঠান এফ এম তরঙ্গে শোনা যাবে বলেও বলা হচ্ছে৷ শ্রোতাদের জন্য এটাও একটি খুশিরসংবাদ বটে৷ যদিও আমরা বগুড়ায় বসে এর সুবিধাটুকু পাব কিনা ঠিক বলতে পারছি না৷ তবে আপনাদের এই উদ্যোগ কে অবশ্যই সাধুবাদ জানাই৷ আশা করি একই সাথে আপনাদের বাংলা ওয়েব সাইটের ব্যাপক উন্নতি ঘটবে ৷

এ সপ্তাহের স্বাস্থ্য বিষয়ক পরিবেশনা হেল্থ লাইন আমার বেশ ভাল লাগলো৷ মানসিক রোগ নিয়ে বিস্তারিত আলোচনা এবং এবিষয়ের উপর কলকাতার বিশেষজ্ঞ ডাক্তারের কথাগুলি শুনে চমৎকৃত হলাম ৷ ধন্যবাদ আপনাদের সুন্দর এই পরিবেশনার জন্য৷মোঃ সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার,বগুড়া-৫৮০০ বাংলাদেশ

এ সপ্তাহের হেল্থলাইন পরিবেশনায় শুনে ভীষণ উপকৃত হলাম, ধন্যবাদ৷ নাসরীন বেগম, গঙ্গাপুর, মুর্শিদাবাদ, ভারত৷