1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ কী ইতিহাস গড়তে পারবে?

৯ অক্টোবর ২০১০

নিউজিল্যান্ডের বিপক্ষে কী ইতিহাস রচনা করতে পারবে বাংলাদেশ? সোমবার পাঁচ ওয়ানডে ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচের আগে এই চিন্তাই ঘুরছে খেলোয়াড় ও ক্রিকেট ভক্তদের মনে৷ কারণ ইতিমধ্যে এক ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে সাকিব বাহিনী৷

https://p.dw.com/p/Pa8i
সিরিজের শেষ পর্যন্ত এমন হাসি থাকবে বাংলাদেশের অধিনায়কের মুখে?ছবি: AP

প্রথম ম্যাচে সাকিবের দুর্দান্ত পারফরমেন্সের কারণে সফরকারী কিউইরা ম্যাচটি হেরেছে৷ সেই সাকিব সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন৷ কারণ নিয়মিত অধিনায়ক মাশরাফি মোর্তাজা আবারও ইনজুরির কবলে পড়েছেন৷ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি হতে পারেনি বৃষ্টির কারণে৷ বাকি তিনটি ম্যাচের মধ্যে যদি একটি ম্যাচও জিততে পারে সাকিবের দল তাহলে এই প্রথম নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে তারা সিরিজ পরাজয় ঠেকাতে পারবে৷

যদিও বছর দুয়েক আগে এই একই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ৷ কিন্তু পরে তা আর ধরে রাখতে পারেনি৷ শেষ পর্যন্ত সিরিজ জিতেছিল কিউইরা৷ কিন্তু এবার কি তা হতে দেবেন বাংলাদেশের খেলোয়াড়রা? সফরের শুরুতে বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্কই ছিলেন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি৷ তবে প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হার তাঁর দলকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে৷ তার ওপর বাংলাদেশের অধিনায়কের সঙ্গে তাঁর আরেকটি বিষয়য়ের ফয়সালা হওয়া দরকার৷ অনেকেই সাকিব আল হাসানকে তাঁর সঙ্গে তুলনা করছে৷ বিশেষ করে প্রথম ম্যাচে সাকিবের পারফরমেন্সে বাংলাদেশের জয়, ভেট্টোরির তুলনায় এই তরুণ অলরাউন্ডারকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে, সেটা বলা যায়৷ এদিকে সাকিব বলছেন, প্রথম ম্যাচে জেতার ফলে আমরা সুবিধাজনক অবস্থানে আছি৷ অর্থাৎ পরের ম্যাচে যে তুলনামূলক শক্তিশালী দল নিউজিল্যান্ডই চাপের মুখে থাকবে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক