1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সীমিত পরিসরে আইপি ফোন

২৮ জুন ২০১০

আইপি টেলিফোন৷ সহজ করে বললে ইন্টারনেট প্রযুক্তি নির্ভর টেলিযোগাযোগ৷ এই ফোন কাজ করে ইন্টারনেট প্রোটোকল এর ওপর নির্ভর করে এবং শুধুমাত্র যেসব জায়গায় ইন্টারনেট নেটওয়ার্ক রয়েছে সেখানে৷

https://p.dw.com/p/O4fz
ফাইল ফটোছবি: picture-alliance / dpa / Themendienst

আইপি ফোন নিয়ে আরো জানতে আমরা কথা বলি বিডিকম অনলাইন এর ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাবের এর সঙ্গে৷ তিনি বলেন, আইপি ফোনকে সাধারণ ফোনের মতো একটি ফোনও বলতে পারেন৷ তবে এই ফোনের সবচেয়ে ভালো দিক হচ্ছে, যেখানেই ইন্টারনেট আছে, সেখানেই এটি ব্যবহার সম্ভব৷

আইপি ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর বৈশ্বিক ব্যবহার৷ অর্থাৎ একটি নম্বর নিয়েই ঘুরে বেড়ানো যাবে সারা বিশ্বে৷ যেকোন জায়গা থেকেই কল করা যাবে একই খরচে৷ আরো সহজ করে বললে, যেখানে আইপি আছে সেখানেই কাজ করবে এই আইপি ফোন৷

শুধু তাই নয়, ইন্টারনেট নির্ভর কথা বলার কাজটাকে আরো সহজ করে দিতে পারে আইপি ফোন৷ একইসঙ্গে এই সেবায় অনায়াসেই যোগ করা যাবে, ভিডিও চ্যাটিং, টেক্সট মেসেজ, ইন্টারনেট সার্ফিংসহ নানা সুযোগ সুবিধা৷

তবে, আইপি ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর খরচ৷ বাংলাদেশে মাসে মাত্র ১০০ টাকা খরচ করে পাওয়া যাবে এটি৷ আর আইপি থেকে আইপিতে কল করা একেবারে বিনা খরচায়৷ মোবাইলে বা ল্যান্ডফোনে কল করতে গেলে মিনিট প্রতি গুনতে হবে ৬৫ পয়সা করে৷ সুমন আহমেদ সাবের এই প্রসঙ্গে বলেন, আইপি ফোন অন্য অনেক ফোনের চেয়ে সাশ্রয়ী৷ অবশ্য সরকার অনুমতি দিলে এর খরচ আমরা আরো কমাতে পারতাম৷

নীতিগত কারণে বাংলাদেশে আইপিফোনের ব্যবহার এখন বেশ সীমাবদ্ধ পর্যায়ে রয়েছে৷ বর্তমানে এইফোন ব্যবহার করা যাবে শুধুমাত্র দেশের মধ্যে৷ অথচ আইপি বিষয়টি কিন্তু শুধুমাত্র দেশ নির্ভর নয়৷ বরং আইপি দেয় বিশ্বজুড়ে ঘুরে বেড়ানোর স্বাধীনতা৷ তবে, বাংলাদেশের নীতি নির্ধারণী মহল এই মুহূর্তে আইপি ফোনকে আন্তর্জাতিক রূপ দিতে রাজি নন৷ তাছাড়া অবৈধ ভিওআইপি প্রযুক্তি আর আইপি প্রযুক্তি একইধরণের হওয়ায় অনেক অনর্থক প্রতিবন্ধকতাও রয়েছে আইপি ফোনের ব্যবহারে৷

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আইপি ফোনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল৷ কেননা, বিশ্বজুড়ে এর চাহিদা বাড়ছে৷ মোবাইল নির্মাতারা মনোযোগী হচ্ছেন আইপি নির্ভর ফোনসেটের দিকে৷ তাই শুধু বাংলাদেশ বা ভারত নয়, এর চাহিদা বিশ্বজুড়ে, জানালেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন৷ তিনি বলেন, এখন যেভাবে প্রযুক্তি সামনের দিকে আগাচ্ছে, তাতে আগামী দশক পর্যন্ত পৃথিবীতে দুটি ফোনই থাকবে৷ একটি হচ্ছে আইপি ফোন, অন্যটি মোবাইল ফোন৷

বাংলাদেশে বর্তমানে আইপি ফোন সেবা দিচ্ছে ১৮টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান৷ এই সেবার মাত্রা এখনো বেশ সীমাবদ্ধ৷ মূলত ইন্টারনেটের সহজলভ্যতা এখনো বেশি না হওয়ায় আইপি ফোনের চাহিদা বাড়ছে না৷ তাই এই ফোনের প্রসারে প্রয়োজন আরো বিস্তৃত ইন্টারনেট নেটওয়ার্ক৷ একইসঙ্গে সরকারের নীতিগত সহায়তা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী