1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম দিনেই নবজাতকের মৃত্যু

৮ মে ২০১৩

জন্মের প্রথম দিনই সন্তানের মৃত্যু৷ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের গড়ে এক হাজারেরও বেশি মাকে প্রতিদিন এই হৃদয়বিদারক দৃশ্যটি দেখতে হয়৷ ‘সেভ দ্য চিলড্রেন’-এর ঊর্ধ্বতন কর্মকর্তা মাইক নভেল দিয়েছেন এই তথ্য৷

https://p.dw.com/p/18TbZ
ছবি: AP

বিশ্বে মায়েদের অবস্থা নিয়ে প্রতি বছর একটি প্রতিবেদন প্রকাশ করে সেভ দ্য চিলড্রেন৷ এবারের প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে প্রতিবছর যত নবজাতক জন্মের প্রথম দিনই মারা যায় তার প্রায় ৪০ শতাংশেরই জন্ম হয় বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে৷

এর মধ্যে ভারতে প্রতি বছর গড়ে তিন লক্ষ নবজাতক জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা যায়৷ বাংলাদেশের ক্ষেত্রে সংখ্যাটা ২৮ হাজার আর পাকিস্তানে ৬০ হাজার৷ এই হিসেবে বাংলাদেশে প্রতি মাসে প্রায় ২,৩৪০ জন নবজাতকের মৃত্যু ঘটে জন্মের প্রথম দিনেই৷

জন্মের সময় জটিলতা, গর্ভধারণের ৩৮তম সপ্তাহ পূরণের আগেই জন্ম নেয়া এবং রোগসংক্রমণ – এই তিনটি কারণেই এত সংখ্যক নবজাতকের মৃত্যু হয় বলে সংস্থাটি বলছে৷ এছাড়া মায়েদের অপুষ্টিহীনতায় ভোগাও একটা কারণ৷

ভারত প্রসঙ্গে ‘সেভ দ্য চিলড্রেন' বলছে, পরিস্থিতির উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্পে অনেক টাকা খরচ করছে৷ কিন্তু সমস্যা হলো, যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন তারাই কোনো সাহায্য পাচ্ছে না৷

এখনও ভারতের অর্ধেকেরও বেশি মা কোনো দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা ছাড়াই বাচ্চা জন্ম দিচ্ছেন৷ ফলে জন্মের সময় দেখা দিচ্ছে নানা জটিলতা ও রোগসংক্রমণ৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য