1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতির আবার অবনতি

৫ অক্টোবর ২০১০

বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতির আবার অবনতি হয়েছে৷ সমকালের আজকের প্রধান শিরোনাম ‘আবার বিদ্যুতের যন্ত্রণা’৷ অর্থাৎ তারা বলছে, আবার শুরু হয়েছে প্রতি ঘণ্টা অন্তর লোডশেডিং৷ কী দিনের বেলা, কী সন্ধ্যারাত, সবসময় একই অবস্থা৷

https://p.dw.com/p/PVPV
লোডশেডিং আবার বেড়েছেছবি: AP

এছাড়া বিদ্যুতের দাবিতে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ, কালিয়াকৈরে পল্লী বিদ্যুতের অফিসে হামলা, ভাংচুরের খবর দিয়েছে পত্রিকাটি৷ আসছে শীতে যে এই অবস্থা থেকে জনগণ মুক্তি পাবে সেই নিশ্চয়তা দিতে পারেননি স্বয়ং পিডিবি'র চেয়ারম্যান৷ এদিকে ইত্তেফাক দিয়েছে আরও ভয়ংকর তথ্য৷ তারা বলছে গ্যাস আর বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি ক্রেতারা চাইলেও তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা কাজের অর্ডার নিতে পারছে না৷ আর ডেইলি স্টার বলছে, সরকার যদিও দাবি করছে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে কিন্তু আসলে সেটা ঠিক নয়৷ পত্রিকাটি বলছে, বিদ্যুতের কারণে পানি সরবরাহও কমে গেছে৷ সঙ্গে অসহনীয় যানজট৷ সব মিলিয়ে ঢাকাবাসীর নাকাল অবস্থা বলে জানাচ্ছে ডেইলি স্টার৷

চালের বাজার

প্রথম আলো বলছে গত এক মাস ধরে চালের বাজার বেশ অস্থির৷ আর সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি'র হিসেবে গত এক বছরে গরিব মানুষের খাবারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে৷ যেমন চালের দাম বেড়েছে প্রায় ৪৪ শতাংশ আর আটার ৫২৷ ভোজ্যতেলের মধ্যে সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে ১৮ ও ৩৫ শতাংশ করে৷

লস্কর-ই-তৈয়বার শীর্ষনেতা গ্রেপ্তার

ঢাকার একটি হোটেল থেকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শীর্ষনেতা সহ তিন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ৷ এর মধ্যে একজনের পরিচয় জানাতে পেরেছে পুলিশ৷ তার নাম মো: সেলিম৷ সেই লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষনেতা৷ বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য তাদেরকে পাকিস্তানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সেলিম৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়