1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে চিকিৎসা পদার্থবিদ্যার বিস্তার চান ড. জাকারিয়া

আরাফাতুল ইসলাম | এস্থার ফেল্ডেন
২৫ এপ্রিল ২০১৮

ক্যানসার রোগীর চিকিৎসায় অনেকক্ষেত্রে কেমোথেরাপির চেয়েও বেশি কার্যকর রেডিওথেরাপি৷ আর এই থেরাপি দিতে একজন চিকিৎসা পদার্থবিদের প্রয়োজন৷ জার্মানিতে বসবাসরত প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া বাংলাদেশে বিষয়টি সহজলভ্য করতে চান৷

https://p.dw.com/p/2wdje
Prof. Dr. Golam Abu Zakaria
ছবি: DW/A. Islam

ক্যানসার চিকিৎসার এক অন্যতম গুরুত্বপূর্ণ উপায় রেডিওথেরাপি৷ এই থেরাপি প্রক্রিয়া নিখুঁত ও কার্যকর করতে পদার্থবিদ্যার প্রয়োগ করা হয়৷ বিশেষ করে ক্যানসার রোগীর চিকিৎসার সময় পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে অনেকক্ষেত্রে রেডিওথেরাপি বেছে নেয়া হয়৷ বাংলাদেশি-জার্মান প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া জার্মানির গ্যুমারসবাখ হাসপাতালে কর্মরত রয়েছেন৷

বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েকবছর পর সরকারি স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা নিতে জার্মানিতে আসেন প্রফেসর জাকারিয়া৷ সেসময় তিনি চিকিৎসা পদার্থবিদ্যার উপর আগ্রহী হন৷ জার্মানিতে তখন এই বিষয়টি নতুন৷ ফলে তাঁকে এই বিষয়ে শিক্ষা গ্রহণে অনেক বেগ পেতে হয়েছে৷

একসময় সফল হয়েছেন জাকারিয়া৷ তবে শুধু জার্মানিতে এই বিষয়ে চাকরি করেই ক্ষান্ত হননি তিনি৷ বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়েও চালু করেছেন চিকিৎসা পদার্থবিদ্যার বিভাগ৷ তিনি চান, তাঁর মাতৃভূমিতে ক্যানসার নিরাময়ে রেডিওথেরাপির ব্যবহার সহজলভ্য হোক৷  

জার্মানিতে নিজের কেরিয়ার গড়ার পাশাপাশি বাংলা সাহিত্যকে জার্মানদের কাছে পরিচিত করতে উদ্যোগী হয়েছেন এই প্রফেসর৷ তাঁর সংগঠন ‘বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র' একাধিক বাঙালি কবি সাহিত্যিকের উপর জার্মান ভাষায় বই প্রকাশ করেছে৷ এছাড়া বাংলাদেশে একাধিক স্কুল এবং চিকিৎসালয়ও গড়েছেন তিনি৷ তাই দেশপ্রেমি এই মানুষটির অবসর সময় কাটে মানবসেবায়৷

আরাফাতুল ইসলাম/এস্থার ফেল্ডেন