1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে করোনায় মৃত্যু বাড়ছে দ্রুত

২২ জুলাই ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে আক্রান্ত সাত এবং উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে৷ ময়মনসিংহ, বগুড়া, রংপুর, ফরিদপুরসহ অন্যান্য জেলায়ও মৃতের সংখ্যা বাড়ছে দ্রুত৷

https://p.dw.com/p/3xotw
ফাইল ছবিছবি: Mortuza Rahsed

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবদন অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১০ মারা যান বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান৷ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, কোভিডে সাতজন ছাড়া একই সময় তাদের হাসপাতালে উপসর্গ নিয়ে আরও ১৫ জন মারা গেছেন৷ তাদের মধ্যে ১০ জন রাজশাহীর৷ অন্যরা নাটোর, নওগাঁ ও পাবনার৷ মৃত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ, নয়জন নারী৷ মৃত ব্যক্তিদের মধ্য কম বয়সিও রয়েছে৷ জুলাই মাসে এ হাসপাতালের কোভিড ইউনিটে শনাক্ত ও উপসর্গ নিয়ে আসা মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে৷

একই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ছয়জনের, জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন৷

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কোভিড ইউনিটে মোট ৩৭৯ জন চিকিৎসাধীন ছিলেন৷  তাদের মধ্যে আইসিইউতে ছিলেন ২২ জন৷ গত ২৪ ঘণ্টায় ভর্তি করা হয়েছে ৩২জন রোগীকে৷

বগুড়ায় একদিনে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্য হয়েছে এবং একই সময় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত  করা হয়েছে৷ এই জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ৫২৬জন৷

রংপুর বিভাগে  আরও ১৬জনের মৃত্য হয়েছে৷ এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ২৫৮জন৷

ফরিপুর জেলায় করোনা মহামারিতে ২২ দিনে মোট ২৪৪ জনের মৃত্যু হয়েছে৷ দেশের অন্যান্য জেলায়ও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)