1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের প্রমীলা ফুটবল দল এখনো অনেক পিছিয়ে

২০ জুলাই ২০১১

২০১১-র প্রমীলা বিশ্বকাপ জিতে এক নতুন রূপকথা তৈরি করল জাপানের মেয়েরা৷ এই প্রথমবারের মত এশিয়ার কোন দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হল৷ জাপানের এই বিশ্বকাপ বিজয় প্রমীলা ফুটবলারদের মাঝে ছড়িয়ে দিয়েছে অন্যরকম এক উন্মাদনা৷

https://p.dw.com/p/11zl2
বিজয়ীর পুরস্কার হাতে নাদেশিকোরা৷ছবি: dapd

ফুটবলে বাংলাদেশও পিছিয়ে নেই৷ বাংলাদেশের প্রমীলা ফুটবল দলের ক্যাপ্টেন তৃষ্ণা চাকমা৷ তৃষ্ণা চাকমা বিশ্বকাপ দেখার পর তার অনুভূতির কথা জানাতে গিয়ে বললেন,‘‘আমি ফাইনাল খেলা দেখার পর যখনই চিন্তা করি তখনই ভাবি যে আমরা অনেক পিছিয়ে আছি৷ আমাদের পক্ষে ফাইনাল খেলার পর্যায় পর্যন্ত যাওয়া আদৌ সম্ভব কিনা – সেটাই আমি চিন্তা করি৷ নিজেদের আমরা বারবার প্রশ্ন করেছি আমরা এতদূর যেতে পারবো কিনা৷ কারণ বাংলাদেশে মেয়েদের খেলার জন্য মাঠ পাওয়া যায় না৷ এছাড়া আরো অনেক সমস্যা রয়েছে৷ এরপরেও মেয়েদের মধ্যে ফুটবল খেলার প্রতি আগ্রহ রয়েছে এটা আমি বিশ্বাস করি৷ প্রতিটি খেলোয়াড়ই চায় একটি পর্যায়ে পৌঁছাতে, ভাল খেলতে৷ এখনো সবাই সেরকম চিন্তা ভাবনা চিন্তা-ভাবনা করছে, সবাই চেষ্টা করছে ভাল খেলার৷ আমরা যদি নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে আমরা ভাল করবো৷ এখানে খুবই কম ম্যাচ অনুষ্ঠিত হয়৷ আমাদের এখানে ঘরোয়া-ফুটবল বা ঘরোয়া খেলার আয়োজন একেবারেই করা হয় না৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য