1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ

২৮ নভেম্বর ২০১৮

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ পার্লামেন্ট৷ কোনো পর্যবেক্ষক মিশন পাঠাবে না ইউরোপীয় ইউনিয়নও৷ ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে৷

https://p.dw.com/p/393YQ
Belgien Europäische Kommission in Brüssel
ছবি: picture-alliance/dpa/D. Kalker

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ পার্লামেন্ট৷কোনো পর্যবেক্ষক মিশন পাঠাবে না ইউরোপীয় ইউনিয়নও৷ ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে৷

পর্যবেক্ষণ না করায়, নির্বাচনের প্রক্রিয়া বা পরবর্তী ফলাফল নিয়ে ইইউ সংসদ কোনো মন্তব্য করবে না বলেও বিবৃতিতে জানানো হয়৷

ইউরোপীয় সংসদের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ বা এ নিয়ে মন্তব্য করার দায়িত্ব কোনো সদস্যকে দেয়া হয়নি বলেও জানানো হয়েছে৷‘‘ইউরোপীয়ান পার্লামেন্টের কোনো সদস্য এই নির্বাচন নিয়ে মন্তব্য করলে তা কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পার্লামেন্টের মত বলে গণ্য হবে না,'' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়৷

ইউরোপীয় পার্লামেন্টের পক্ষে সংস্থার সদস্য জার্মান এমপি ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও ব্রিটিশ এমপি লিন্ডা ম্যাক আভান বিবৃতিতে সই করেছেন৷

বিবৃতির শেষে এক নোটে জানানো হয়েছে, ইউরোপীয় পার্লামেন্টে গত ১৫ নভেম্বর বাংলাদেশ নিয়ে গৃহীত এক প্রস্তাবে নির্বাচন বিষয়ে তাদের বক্তব্য প্রকাশ করা হয়৷

তবে একই সাথে, বাংলাদেশের জনগণ যাতে তাঁদের ইচ্ছার সত্যিকার প্রকাশ ঘটাতে পারে, সেজন্য আসন্ন নির্বাচন ‘শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক' হবে বলে আশা প্রকাশ করেছে ইইউ৷ রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কেন্দ্র করে ‘সহিংসতা ও উসকানি' থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে৷

এডিকে/জেডএইচ