1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশী শ্রমিকদের বৈধতার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া

২০ মে ২০১০

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন আব্দুল রেজাকের মধ্যে বৈঠকের সময় মালয়েশিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই আশ্বাস দেন৷

https://p.dw.com/p/NSIs
মালয়েশিয়াছবি: AP

বিডি নিউজ টোয়েন্টি ফোর, ইত্তেফাক, ডেইলি স্টার, প্রথম আলোসহ প্রায় সবগুলো পত্রিকার খবরে বলা হয়েছে, মালয়েশিয়া সেদেশে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের বৈধতার বিষয়টি বিবেচনা করবে৷ কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন আব্দুল রেজাকের মধ্যে বৈঠকের সময় মালয়েশিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই আশ্বাস দেন৷ একই সঙ্গে তিনি বলেন, ইস্যুটি দ্রুত সরকারের নিয়োগ কমিটিতে তুলে ধরা হবে৷

খালেদা নতুন নির্বাচন দাবি করলেন

বুধবার বিএনপির পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন৷ সেই সঙ্গে ওই সমাবেশ মঞ্চ থেকে ২৭ জুন দেসব্যাপী হরতালের ডাক দেয়া হয়েছে৷ পানি, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য কমানো, নির্বাচন কমিশনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে৷ তবে এরমধ্যে আওয়ামী লীগ হরতালকে অকার্যকর বলে মন্তব্য করেছে এবং দলের নেতারা বলেছেন, বিএনপির হরতালকে সহনশীলতা ও উদারতা দিয়ে মোকাবেলা করা হবে৷ তবে একই সঙ্গে বলা হয়েছে, সহিংসতা হলে কী হবে তা সরকার পরিস্থিতি বুঝে ব্যাবস্থা নেবে৷ এ ক্ষেত্রে প্রশাসন বসে থাকবে না৷

ত্রিপক্ষীয় পরমাণু চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ইরান, তুরস্ক ও ব্রাজিলের মধ্যে ত্রিপক্ষীয় পরমাণু চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ৷ এবং পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে তার সমর্থন আবারো ব্যক্ত করেছে৷ এই খবরটি দিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর জানিয়েছে, বুধবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইসলামী সম্মেলন সংস্থা(ওআইসি)-র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি ঢাকার এই সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেছেন৷

মহিউদ্দিন চৌধুরী আজ পদত্যাগ করবেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে বলেছে সরকার৷ বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বার্তায় তাঁকে এই নির্দেশনা দেয়া হয়৷ মহিউদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার মেয়রের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন৷ পদত্যাগের পর তিনি মনোনয়নপত্র জমা দেবেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়