1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি হ্যানসেন হাসিম এখন মার্কিন কংগ্রেসম্যান

৪ নভেম্বর ২০১০

বাংলাদেশি বংশোদ্ভূত হাসিম এখন কংগ্রেসম্যান৷ রুশনারা আলীর পর তিনি দেশের মুখ উজ্জ্বল করলেন৷ এদিকে লোডশেডিং-এর জন্য বিরোধীদের দায়ী করলেন শেখ হাসিনা৷

https://p.dw.com/p/Pxlv
USA, Republicans, Congress, Obama, Bangladesh, Hansen Hasim Clerk, Congressman, Rushnara Ali
মার্কিন কংগ্রেসের অধিবেশন চলছে৷ছবি: picture-alliance/dpa

হ্যানসেন হাসিম ক্লার্ক নির্বাচিত হয়েছেন অ্যামেরিকায়

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইতিহাস গড়ে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হ্যানসেন হাসিম ক্লার্ক৷ এই প্রথম কোনো বাংলাদেশি বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রের মর্যাদাসম্পন্ন কংগ্রেসম্যান নির্বাচিত হলেন৷ ব্রিটিশ পার্লামেন্টে সিলেটের মেয়ে রুশনারা আলীর জয়লাভের পর বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে নতুন পালক যোগ করলেন হ্যানসেন ক্লার্ক৷ দৈনিক কালের কণ্ঠ এ খবর বিশদে লিখেছে৷ আরও লিখেছে, পেশায় স্থপতি হ্যানসেন হাসিম ক্লার্কের পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে৷ আর রুশনারা আলীও একই জেলার বিশ্বনাথের মেয়ে৷'টি-পার্টি' কর্মসূচির সাফল্য আর দোদুল্যমান ভোটারদের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে রিপাবলিকান পার্টি৷ ফলে প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভে আধিপত্য হারিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডিমোক্রেটিক পার্টি৷ কোনো রকমে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও সেখানে আসন খোয়াতে হয়েছে ডিমোক্র্যাটদের৷ বিশ্লেষকরা বলছেন, মঙ্গলবারের ভোটের এই ফল ওবামাকে ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত করতে পারে৷ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে যেকোনো বিল পাসের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা পোহাতে হবে ডিমোক্র্যাটদের৷

লোডশেডিং বিরোধীদের ষড়যন্ত্রেইঃ হাসিনা

বিরোধী দল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বিদ্যুৎসংকটের জন্য বিরোধী দলের ষড়যন্ত্রকে দায়ী করে বলেছেন, 'গভীর রাতে যখন বিদ্যুৎ ব্যবহার করা হয় না, তখনো লোডশেডিং কেন হয় বুঝে নেবেন৷ ষড়যন্ত্রের এটা একটি মাত্র উদাহরণ৷' জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা আরও বলেন, ক্ষমতায় থেকে প্রধান বিরোধী দল বিএনপি জনগণের জন্য কাজ করেনি, এখন বিরোধী দলে থেকেও জনগণকে কষ্ট দিচ্ছে৷ তবে জনজীবনে শান্তি নিশ্চিত করতে যেখানে অন্যায় হবে, অবিচার হবে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে৷

রাজশাহীতে কামরুজ্জামান স্মৃতিস্তম্ভের উদ্বোধন হল

জেলহত্যা দিবসে বুধবার বিকালে রাজশাহীতে এএইচএম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর জানাচ্ছে, কামারুজ্জামানের স্ত্রী জাহানারা কামারুজ্জামান নগরীর গোরহাঙ্গা মোড়ে নির্মিত এই স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচনের মাধ্যমে সেটির উদ্বোধন করেন৷ এরপর তিনি পায়রা উড়িয়ে দেন৷ রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় এবং শিল্পী মৃণাল হকের নকশায় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে৷ ফলক উন্মোচন উপলক্ষে বিকালে গোরহাঙ্গা মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে গোরহাঙ্গা মোড়কে কামারুজ্জামান মোড় বলে নতুন নামে নামাঙ্কিত করা হয়৷

গ্রন্থনাঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনাঃ হোসাইন আব্দুল হাই