বাংলাদেশিরাও পারে! | পাঠক ভাবনা | DW | 12.01.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশিরাও পারে!

বাংলাদেশের কয়েকটি গ্রামে চাষিরা পানির ওপর চাষাবাদ করে কৃষিক্ষেত্রে বিল্পব ঘটিয়েছে৷ আর এ খবর ডয়চে ভেলে ছবিসহ প্রাকাশ করায় পাঠকরা খুবই গর্বিত৷ সে'কথাই তাঁরা নানাভাবে প্রকাশ করেছেন আমাদের ফেসবুক পাতায়৷

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে ভাসমান পদ্ধতিতে গাছের চারা এবং সবজি উৎপাদন শুরু করে কৃষিক্ষেত্রে একেবারে বিপ্লব ঘটিয়েছেন কৃষকরা৷ এই চাষাবাদের নানা পদ্ধতির ছবিগুলো দেখে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু আবির খানের খুবই ভালো লেগেছে৷

নাদিম মাহমুদ ঠিক কোন এলাকার মানুষ – তা ফেসবুকে উল্লেখ না করলেও, বিষয়টি তিনি জানেন৷ কারণ সেখানেও নাকি ঐ একই পদ্ধতিতে, অর্থাৎ পানির ওপর প্রচুর পরিমাণে ভাসমান সবজি চাষ করা হয়৷ আর সেকথাই তিনি গর্বভরে জানিয়েছেন৷

কবির আহমেদ অবশ্য লিখেছেন এই পদ্ধতিতে চাষ করার খবর তিনি ২০০২ সাল থেকেই জানেন, কারণ বাংলাদেশের গোপালগঞ্জেই নাকি তিনি এ রকম দেখেছেন৷

আজমল হাকিম ডয়চে ভেলের ফেসবুকে পানির ওপর চাষাবাদের খবর জেনে আনন্দিত হয়েছেন৷

‘আমরা অনেক কিছু পারি' – এই মন্তব্য ডয়চে ভেলের পুরনো শ্রোতা ও পাঠক অনাথ বন্ধু দেবনাথের৷

পানির ওপর সবজি ফলানোর খবরে খুবই গর্বিত সুদান সরকার অভি৷ তিনি ফেসবুকে তাঁর মতামত জানিয়েছেন এভাবে: ‘‘শহিদের রক্ত এ ভাবেই এগিয়ে নেবার প্রেরণা দেবে...জয় বাংলাদেশের৷''

আজকের এই ডিজিটাল যুগে যে সব কিছু জানা অনেক সহজ হয়ে গেছে৷ এ কথা বলছেন পাঠক মো. আসলাম৷ তিনি জানিয়েছেন যে, তাঁর এলাকাতেও বহু বছর ধরে নাকি এভাবেই পানির ওপর চাষাবাদ করা হচ্ছে৷ তবে এলাকাটি প্রত্যন্ত আর দুর্গম বলে এতদিন এই খবর কেউ জানতো না৷ কিন্তু এখন ডিজিটাল যুগের কারণে সবাই দেখতে পাচ্ছে৷ কেউ ইচ্ছে করলে ‘দেখেও আসতে পারেন' বলে আহ্বান জানিয়েছেন আসলাম৷

কৃষিক্ষেত্রে এই বিপ্লবের খবরটি জেনে ভালো লেগেছে ডয়চে ভেলের পাঠক মাহমুদ ভুঁইয়া, নাজমা আক্তার, সাগর আহমেদ, শিরিয়া চৌধুরীসহ অনেকের কাছেই৷

অন্যদিকে পাঠক কতিব শেখ বাংলাদেশে পানির ওপর সবজি চাষ করার সাফল্যকে কোনো বড় ব্যাপার বলেই মনে করছেন না৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন