1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘বাংলাদেশই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবে’’: সুনীল গঙ্গোপাধ্যায়

১ ফেব্রুয়ারি ২০১০

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী এলাকায় জাতীয় কবিতা উৎসবের শুরুটা ছিল অনেক আনন্দময় আর আবেগঘন৷ দুই বাংলার কবিরা এসেছেন উৎসবে যোগ দিতে৷ এসেছেন প্রবাসী বাঙালী কবিরা৷

https://p.dw.com/p/Loro
বই সম্পর্কে মানুষের আগ্রহ এখনো কমে নিছবি: DW/Mamun

উৎসব মঞ্চে সুনীল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘বাংলাদেশই বাংলাভাষাকে বাঁচিয়ে রাখবে৷ ভূমিকা রাখবে এর অগ্রগতি ও উন্নয়নে৷'' উৎসবের দুই প্রধান পুরুষ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও কবি আসাদ চৌধুরী কথা বলেন, ডয়চে ভেলের সঙ্গে৷ তাঁরা বললেন, এই কবিতা উৎসবে সব মতের কবি-সাহিত্যিক অংশ নেয়৷

বিকেলে বাংলা একাডেমী চত্বরে মাসব্যাপী অমর একুশে গ্রন্থ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি ভাষা শহীদ জাদুঘরেরও উদ্বোধন করেন৷ প্রধানমন্ত্রী বাংলা একাডেমীকে জাতির মননশীলতার প্রতীক বলে উল্লেখ করেন৷ তিনি এই বইমেলার মাধ্যমে লেখক আর পাঠকের মিলন ঘটানোর কথা বলেন৷ প্রধানমন্ত্রী ঘোষণা দেন, এ মাসেই আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট যাত্রা শুরু করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: সঞ্জীব বর্মন