1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহু প্রতীক্ষিত উড়াল সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

১ মে ২০১১

মহান মে দিবস, উইলিয়াম-ক্যাথরিনের বিয়ের নানা ঘটনা, এসইসি চেয়ারম্যানের অপসারণ, উড়াল সড়কের নির্মাণ কাজ উদ্বোধন, মেসিদের ঢাকা সফর নিয়ে চুক্তির খবরগুলোই বিশেষভাবে স্থান পেয়েছে ঢাকা থেকে প্রকাশিত আজকের পত্র-পত্রিকায়৷

https://p.dw.com/p/1173M
হয়তো এবার দূর হবে এই ভয়াবহ যানজটছবি: picture-alliance/ dpa

যানজটমুক্ত রাজধানীর প্রত্যাশা নিয়ে শুরু হলো উড়াল সড়কের নির্মাণ কাজ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার উড়াল সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন৷ বর্তমান সরকারের মেয়াদেই নির্মাণ কাজ শেষ হবে৷ মনে করা হচ্ছে উড়াল সড়ক নির্মাণ শেষ হলে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এক ঘণ্টার বেশি সময়ের প্রয়োজন হবে না৷ দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, সমকালসহ আজকের সকল পত্র-পত্রিকারই বিশেষ স্থান জুড়ে রয়েছে এই উড়াল সড়ক নির্মাণ কাজ উদ্বোধনের খবর৷ খবরে বলা হয়েছে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হবে প্রায় ২৬ কিলোমিটার এবং ঘূর্ণায়মান পথসহ হবে ৩২ কিলোমিটার দীর্ঘ৷ চুক্তি অনুযায়ী ৪২ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা৷ নির্ধারিত সময়ের তিন মাস আগেই কাজ শুরু হয়েছে৷ তাই নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা, নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ করার৷ এর ভৌত অবকাঠামোতে ব্যয় হবে আট হাজার ৭০৩ কোটি টাকা৷ নির্মাণ ব্যয়ের ৭৪ শতাংশ বহন করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ২৬ শতাংশ দেবে সরকার৷ এছাড়া সরকার নিজস্ব অর্থায়নে ভূমি অধিগ্রহণ এবং পুনর্বাসনের কাজ করবে৷

পুঁজিবাজার কেলেঙ্কারি তদন্ত প্রতিবেদন প্রকাশ

কোন রকম সম্পাদনা ছাড়াই পুঁজিবাজার সম্পর্কিত তদন্ত কমিটির পুরো প্রতিবেদন প্রকাশ করেছে সরকার৷ একই সঙ্গে পুঁজিবাজার সংস্কার ও সংহত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ঘোষণা দেয়া হয়েছে৷ শনিবার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন৷ দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের পর এবার এই তদন্ত প্রতিবেদন অনুযায়ী সরকারের পদক্ষেপের খবরটি দৈনিক কালের কণ্ঠ, প্রথমআলো, ইত্তেফাক, ডেইলি স্টারসহ সকল পত্রিকাতেই বিশেষভাবে গুরুত্ব পেয়েছে৷ এতে বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, শীঘ্রই এসইসি পুনর্গঠন, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের এবং ১৪টি বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে অর্থমন্ত্রী জানান৷ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে৷ তবে অর্থমন্ত্রী নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেননি৷

ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়ার ফুটবল ম্যাচ আয়োজনে ত্রিপাক্ষিক চুক্তি

টেলিভিশনের পর্দায় নয়, বর্তমান বিশ্বের আলোচিত ফুটবলার মেসি আর তাঁর দেশ আর্জেন্টিনার খেলা চোখের সামনে দেখার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের কোটি কোটি মেসি-ভক্তের৷ কারণ বাংলাদেশের ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ঢাকার মাঠে আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচটির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়ে গেল শনিবার৷ দৈনিক আমারদেশ, নিউএজ, সমকাল, জনকণ্ঠসহ আজকের প্রায় সব পত্রিকার অন্যতম প্রধান খবর মেসিদের আগমন নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি৷ খবরে বলা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বসেই এই ঐতিহাসিক স্বপ্ন পূরণের চুক্তিটি স্বাক্ষর করল বাফুফে, স্পন্সর প্রতিষ্ঠান বেক্সিমকো আর ভারতীয় বিপণন প্রতিষ্ঠান সেলিব্রিটি গ্রুপ৷ বাংলাদেশের মেসি আর আর্জেন্টিনা-ভক্তদের স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচ আয়োজনের সব দায়দায়িত্ব বাফুফের৷ এ আয়োজনে যাবতীয় খরচের স্পন্সর হিসেবে ৫০ লাখ মার্কিন ডলার দিচ্ছে বেক্সিমকো আর সেলিব্রিটি গ্রুপের কাজ হলো এই ম্যাচ আয়োজনে বাফুফে এবং ওই দুই দেশের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম