1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'বসেন বসেন, বইসা যান'

১৪ জানুয়ারি ২০১৯

নানা সময়ে ভাইরাল হওয়া বিভিন্ন ব্যক্তির ডায়লগ নিয়ে তৈরি গানই এবার ভাইরাল হয়েছে৷ আজাইরা লিমিটেড নামের ইউটিউব চ্যানেলে এই গান আপলোড করেছেন একদল তরুণ৷

https://p.dw.com/p/3BV2Z
ছবি: Imago/photothek/T. Trutschel

গানটিতে ব্যবহার করা হয়েছে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশি সেফায়েত উল্লাহর বেশ কিছু কথা৷ সেফায়েত উল্লাহ বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে 'সেফুদা' নামে বেশি পরিচিত৷

এছাড়া বাংলা চলচ্চিত্রের অভিনেতা ডিপজল, সম্প্রতি হয়ে যাওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগীর 'এইচটুও' এবং 'সুন্দরবনকে উইশ করা' সংক্রান্ত ভাইরাল হওয়া ডায়লগও রয়েছে৷

তবে গানের নাম নেয়া হয়েছে আরেক ভাইরাল ভিডিও মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর এক ওয়াজ থেকে৷

এর আগেও এমন ভাইরাল ডায়লগ দিয়ে মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে এই ইউটিউব চ্যানেল থেকে৷ এর সবগুলোই দেখা হয়েছে কয়েক লক্ষ বার৷

'বসেন বসেন' ভিডিওটি আপলোড করা হয়েছে ১১ জানুয়ারি৷ মাত্র তিন দিনেই সাত লাখেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য