1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডে সাফল্যে এগিয়ে নতুন তারকারা

১৪ জুলাই ২০১০

বলিউডে বেশ সাফল্য পাচ্ছেন নতুন তারকারা৷ এমনকি প্রতিষ্ঠিত তারকাদের চেয়েও নাকি সিনেমার দর্শকদের কাছে জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন নতুনরাই৷

https://p.dw.com/p/OISZ
Bollywood, বলিউড, India, Fim, Cinema
ছবি: picture-alliance/ dpa

এ পর্যন্ত ২০১০ সালের সবচেয়ে সফল ছবি ‘রাজনীতি' এবং ‘আই হেট লাভ স্টোরিজ'৷ আর এগুলোতে অভিনয় করে সুপার স্টারে পরিণত হয়েছেন রণবীর কাপুর ও ইমরান খান৷ দু'জনেরই বয়স মাত্র ২৭ বছর৷ তবে রণবীর এবং ইমরান দু'জনই নিজেদের জন্য ‘তারকা' শব্দটি এখনও মানানসই মনে করেন না৷ কারণ তাঁদের উভয়েরই পূর্বসূরি বিখ্যাত চলচ্চিত্র তারকা৷ রণবীরের বাবা ঋষি কাপুর আর পিতামহ রাজ কাপুর৷ অন্যদিকে, ইমরানের বাবা আমীর খান৷ যাহোক, তবুও বক্স অফিসে যেন এই নতুনদেরই রমরমা৷ আর সেদিকে খেয়াল রেখেই হয়তো শীর্ষস্থানীয় স্টুডিও ‘ইয়াশ রাজ ফিল্মস' ছবি পরিচালনা, অভিনয় এবং কাহিনী রচনায় নতুনদের উৎসাহিত করতে খুলেছে নতুন দপ্তর৷

মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই ‘রাজনীতি' কামিয়েছে ৩২ কোটি রুপি৷ আর ‘আই হেট লাভ স্টোরিজ' থেকে আয় ৭৯ কোটি রুপি৷ ‘বলিউড হাঙ্গামা ডট কম' ওয়েবসাইটে এই খবর প্রকাশ করেন চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ৷ অন্যদিকে, ৩৬ বছর বয়সি ঋত্বিক রোশন, ৩৪ বছরের অভিষেক বচ্চন এবং তাঁর বাবা ৬৭ বছর বয়সি বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন এবার দৌড়ে বেশ পেছনে৷ চলতি বছরের প্রথম ছয় মাসে থেকে নাকি প্রায় পাঁচ'শ কোটি রুপি ক্ষতি গুণতে হয়েছে স্টুডিওগুলোকে ৷

মুখ থুবড়ে পড়েছে রোশনের ‘কাইটস', আর অভিষেকের ‘রাবণ'৷ এমনকি ব্রিটিশ তারকা বেন কিংসলেকে নিয়ে তৈরি মহাতারকা অমিতাভ বচ্চনের ‘তিন পাত্তি'ও পুরো ধরাসায়ী৷ গত সপ্তাহেই বিগ বি অমিতাভ স্বীকারও করেন যে, নতুন কোন ছবির প্রস্তাব নেই এখন৷ আর সেজন্যেই হয়তো বিখ্যাত ‘কৌন বনেগা ক্রৌড়পতি' টিভি অনুষ্ঠানে আবার ফিরে যাচ্ছেন গুরু বচ্চন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী