1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের ছবির শুটিং হবে হলিউডে

১১ নভেম্বর ২০১০

আর দূরে দূরে থাকা নয়৷ এবার হলিউড আর বলিউড একসঙ্গে কাজ করবে, ছবি বানাবে, বাণিজ্য সম্প্রসারণে মাঠে নামবে৷ এমনই এক বোঝাপড়া হলো দু'প্রান্তের মধ্যে৷ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলো এই নতুন সম্পর্কের কথা৷

https://p.dw.com/p/Q61Y
‘মাই নেম ইজ খান' হলিউডেই চিত্রায়িতছবি: AP

লস এঞ্জেলেসে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকটিতে উপস্থিত ছিলেন হলিউড ও বলিউড প্রতিনিধিরা৷ এরপরেই সই হয় চুক্তি৷ চুক্তি অনুসারে কারিগরি দিক, প্রচার এবং পরিবেশনার মত বিষয়গুলোতে দুই পক্ষ সহযোগিতা করবে৷ এছাড়া দু'পক্ষ একটি ‘যৌথ পরিষদও' গঠন করবে, যার কাজ হবে অ্যামেরিকায় ভারতীয় চলচ্চিত্রকে পরিচিত করানো৷

Barbara Mori Kites Premiere
‘কাইটস’ ছবিটিও হলিউডে তৈরি হয়েছেছবি: AP

ভারতীয় প্রতিনিধি দলের প্রধান ববি বেদি বললেন, ‘বরাবরই বলিউডের চিত্রনির্মাতাদের আগ্রহ হলিউডের প্রতি৷ হলিউডেরও তাই৷ ফলে এই চুক্তি দুই পক্ষকে কাছে আনতে সহায়তা করবে৷'

লস এঞ্জেলেসের মেয়র আন্তোনিও ভিলারাইগোসা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তিনি বললেন, ‘‘বলিউডের ছবি ‘মাই নেম ইজ খান' এবং ‘কাইটস' হলিউডেই চিত্রায়িত৷ এবার থেকে আরও অনেক ভারতীয় ছবির চিত্রায়ন ও অন্যান্য কারিগরি কাজ হলিউডেই সম্পন্ন হবে বলেই আমি আশা করছি৷''

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক