1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরফের মধ্যে ম্যান ইউকে ৪-০ হারাল ওয়েস্ট হ্যাম

১ ডিসেম্বর ২০১০

অঘটনের পর অঘটন৷ সোমবার ছিল রেয়াল মাদ্রিদের দুর্দিন আর মঙ্গলবার ম্যান ইউ-র৷ বরফ পড়া খেলায় ইংলিশ লিগে ওয়েস্ট হ্যামের কাছে ৪-০ হেরে গিয়ে স্তম্ভিত ম্যানচেস্টার ইউনাইটেড৷

https://p.dw.com/p/QMOY
ছবি: AP

গতবারের কাপ জয়ীদের শোচনীয় অবস্থা

ইংলিশ লিগের কাপ যাদের ঘরে ছিল, সেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেন নি, তাঁদের জন্য এমন একটা দুর্দিন অপেক্ষা করছিল মঙ্গলবার৷ কোয়ার্টার ফাইনালে গত দুই মরশুমের ট্রফি বিজয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল এই আসরে এখনও পর্যন্ত হাঁসফাঁস করা ওয়েস্ট হ্যাম৷ সুতরাং আশা ছিল ম্যান ইউ সহজেই ম্যাচ বের করে নেবে৷ কিন্তু মাঠে যা ঘটল, তা বোধহয় কারওরই প্রত্যাশা ছিল না৷

কী ঘটল মাঠে

খেলা শুরুর সাত মিনিটের মাথায় ম্যানইউ'র গাব্রিয়েল ওভারটন, প্রতিপক্ষ হ্যামের গোলে একখানা দারুণ শট নিয়েছিলেন৷ কিন্তু হ্যামের গোলকিপারের দক্ষতায় সেই শট থেকে গোল হয়নি৷ এরপরেই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট হ্যাম৷ প্রথমার্ধে ওয়েস্ট হ্যামের হয়ে পরপর দুটো গোল দেন ম্যান ইউ-এর প্রাক্তন খেলোয়াড় জোনাথন স্পেক্টর৷ এরপর দ্বিতীয়ার্ধে আরও দু'খানা গোল দিয়ে চার্লটন কোল ম্যানচেস্টার ইউনাইটেডের সেমিফাইনালে যাওয়ার পথ বন্ধ করে দেন৷ ফলে সার আলেক্স ফার্গুসনের দলের এই যাত্রায় খুব একটা সুবিধা হল না তা তো বোঝাই যাচ্ছে৷

আপটন পার্কের এই খেলায় সারাক্ষণই বরফ পড়েছে

প্রায় পুরো খেলার সময়টা জুড়েই বরফ পড়েছে মাঠে৷ তারই মধ্যে খেলা চলেছে৷ তবে ম্যানচেস্টার ইউনাইটেডের এই পরাজয়ের জন্য বিশেষজ্ঞরা দায়ী করেছেন কোচ ফার্গুসনের দল নির্বাচনকে৷ বলা হচ্ছে, হাভিয়ের ফার্নান্ডেজ, রায়ান গিগস কিংবা ডারেন ফ্লেচারের মত অভিজ্ঞ খেলোয়াড়দের মঙ্গলবার মাঠে না নামানোর মাশুলই গুণতে হল হয়তো তাঁকে৷ তাছাড়া ওয়েস্ট হ্যামকে কিছুটা হালকাভাবেই হয়তো বা নিয়েছিলেন ফার্গুসন৷ কারণ, এবারের টুর্নামেন্টে তাদের কখনোই তেমন জোরদার দেখায় নি যতটা গতকাল দেখিয়েছে৷ আর এই বিজয়ের পর গত বিশ বছরে প্রথমবার সেমিফাইনালে উঠে গেল ওয়েস্ট হ্যাম৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম