1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যাত্রাণে এগিয়ে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

২৫ আগস্ট ২০১০

পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের মানুষের সাহায্যার্থে পাশে এসে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটাররা৷

https://p.dw.com/p/Ovn3
বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটাররাছবি: AP

গত শনিবারে ওভালে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভের পর পাওয়া বোনাসের অর্ধেক, বন্যা দূর্গতদের সাহায্যে দিয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা৷ এই অর্থের পরিমাণ ৫৫,৭২২ ডলার৷

ওভালের ঐ ম্যাচে ৪ উইকেটে জিতেছে পাকিস্তান দল৷ আর বোনাসের অর্থ এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে৷ পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ওভাল টেস্টে বিজয়ের পর পিসিবির চেয়ারম্যান এই বোনাসের ঘোষণা দেন৷ এবং এর পরেই সব খেলোয়াড় এবং কর্মকর্তারা বন্যার ত্রাণ তহবিলে বোনাসের অর্ধেক অর্থ দান করেন৷

Cricket Testspiel Pakistan gegen England Oval Stadion
ওভালের ম্যাচে ৪ উইকেটে জিতেছে পাকিস্তান দলছবি: picture-alliance/empics

পিসিবির কর্মকর্তা, কর্মচারী এবং জাতীয় দলের পক্ষ থেকে এর আগে বন্যা দূর্গতদের সহায়তায় ১ লাখ ৩৭ হাজার ৫শ ৯০ ডলার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে গত সপ্তাহে৷ এছাড়া পাকিস্তানের ওয়ান-ডে ক্যাপ্টেন শাহিদ আফ্রিদি এবং দেশের আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার, বন্যা দূর্গতদের তহবিলে সাহায্য করার জন্যে পৃথকভাবে প্রচার কাজ চালাচ্ছেন৷

গত কয়েক সপ্তাহের বন্যায় পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে৷ বলা হচ্ছে, দেশের ইতিহাসে গত ৮০ বছরের মধ্যে এইরকম ভয়াবহ বন্যা আর দেখে যায়নি৷ পাকিস্তানের উত্তর-পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে ২ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সরকারি হিসেব অনুযায়ী এই পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন ১৫শ মানুষ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন