বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে কিছু প্রশ্ন | পাঠক ভাবনা | DW | 10.07.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে কিছু প্রশ্ন

গতকাল ফেসবুক লাইভে ডয়চে ভেলের মুখোমুখি হয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী৷ ফেসবুক লাইভে  নিজেদের কিছু প্রশ্ন ও মন্তব্য নিয়ে যোগ দিয়েছিলেন পাঠকবন্ধুরাও৷ তাদেরই করা কিছু প্রশ্ন তুলে ধরা হলো আজকের পাঠক ভাবনায়৷

বঙ্গবীর কাদের সিদ্দিকী কেনই বা ঐক্য ফ্রন্টে গেলেন আবার কেনই বা বেরিয়ে এলেন? এই প্রশ্নটির উত্তর জানতে চেয়েছেন ফেসবুক লাইভে ডয়চে ভেলের পাঠক এমদাদুল হক সরাসরি বর্ষীয়ান রাজনীতিক কাদের সিদ্দিকীর কাছে৷

আর আহমেদুজ্জামানের প্রশ্ন, ঐক্যফ্রন্টে যোগ দেওয়া, আর বিএনপির কথায় আন্দোলনে নামা কিংবা খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কথা বলা, ভোটের মাঠে জামাত সম্পৃক্ততা এবং পরবর্তিতে ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়া, এইগুলো কি আপনাদের রাজনৈতিক অসহায়ত্বের প্রতিচ্ছবি না কি রাজনৈতিক ব্যর্থতা?

ডয়চে ভেলে বাংলা বিভাগের  প্রধান খালেদ মুহিউদ্দীনের সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ফেসবুক লাইভে ফয়সাল আহমেদ প্রশ্ন রেখেছেন, তিনি  দলীয় সরকারের অধীনে নির্বাচন করলেন কেন?

আর কৃষক শ্রমিক জনতা লীগের প্রধানের কাছে পাঠক হৃদয় হাসানের প্রশ্ন, এটা কি কোন রাজনৈতিক সংকট নয় ?

‘গত বছর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চোরের চুরি করার চাইতেও জঘন্য হয়েছে' বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী৷ আর তাঁর এই মন্তব্যকে

সমর্থন করেছেন  ডয়চে ভেলের পাঠক রোকোনুজ্জামান, তোফাজ্জল হোসেন মানিকসহ কয়েকজন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন