‘ফ্রানৎস কাফকা সম্পর্কে জানলাম’ | পাঠক ভাবনা | DW | 04.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ফ্রানৎস কাফকা সম্পর্কে জানলাম’

ফ্রানৎস কাফকা, প্রাগ থেকে গোটা বিশ্বে – চিত্রলেখাটি পড়ে ভালো লাগলো৷ বিষয় ভাবনা ও উপস্থাপনা ভালো৷ খুব তাড়াতাড়ি সংক্ষেপে কিছু তথ্য পেলাম৷ ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ জানাই৷ শান্তনু ঘোষ, কলকাতা থেকে লিখেছেন৷

বাংলাদেশে ভোগ্যপণ্যে ভেজালের অপরাধ প্রমাণ হলে এখন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড৷ তবে ভেজাল প্রতিরোধে নতুন আইন কার্যকর করতে ‘মনিটরিং' জোরদার করতে হবে, গড়ে তুলতে হবে জনসচেতনতা৷ নয়ত অতীতের মতো ভেজাল বিরোধী আইন কাগজে থেকে যাবে, এটাই জনমনে ধারণা৷ কেননা, এখানে অনেক ধরণের ভালো আইন থাকলেও প্রয়োগ নেই৷ লিখেছেন উথালী বাজার, চুয়াডাঙ্গা থেকে বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ৷

জার্মান বুন্দেসলিগার ৫০ বছর পূর্তি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ও ছবিঘর করার অনুরোধ করেছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

- ধন্যবাদ সবাইকে৷ প্রিয় বন্ধুরা, আপনারা বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছেন ‘পাঠক ভাবনা' পাতায় আর তেমন মতামত থাকছে না৷ অর্থাৎ,পাঠক বন্ধুরা আর আগের মতো ই-মেল বা এসএমএস করছেন না৷ কাজেই প্রতিদিন আর নতুন নতুন চিঠিপত্র দিয়ে সাজানোও সম্ভব হচ্ছে না৷ শুধু নামে মাত্র ‘পাঠক ভাবনা' পাতাটি কি থাকার প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন? আমরা জানানোর অনুরোধ করছি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন