ফ্রাঙ্কফুর্ট বইমেলা | পাঠক ভাবনা | DW | 05.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফ্রাঙ্কফুর্ট বইমেলা

আমি ডয়চেভেলের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা৷ রোজকার মত আমি আজও আপনাদের প্রচারিত অনুষ্ঠান শুনেছি৷ আজকের অনুষ্ঠানে যে বিষয়টি বিশেষভাবে ...

আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে যে, পূর্ব জার্মানিতে একদা খেলার মাঠে মাদক সেবন বা ডোপিং এক সাধারণ কথা ছিল, আর সাবেক পূর্ব জার্মান সরকার এতে উৎসাহ দিত, এমনকি অলিম্পিক খেলায়ও পূর্ব জার্মানরা এই মাদক জাতীয় ওষুধ গ্রহণ করে একসময় অনেক পদক জয় করেছিল৷ সত্যি আজকের দিনে প্রযুক্তিবিদ্যার প্রভাবে অন্তত এমন আজব কাণ্ড আর হয়ত ঘটবেনা৷ ফ্রাঙ্কফুর্ট বইমেলার উপর রিপোর্টটিও ভালো লেগেছে৷ আচ্ছা ফ্রাঙ্কফুর্ট শহরটা আসলে পূর্ব না পশ্চিম জার্মানিতে পড়েছে জানাবেন তো...

আর একটা কথা আমি অনেক দিন ধরে বলব বলব ভাবছিলাম যে আপনাদের মানে ডয়চে ভেলের বাংলা বিভাগের উপস্থাপনা শৈলী আমার অত্যন্ত পছন্দ, বাংলা ভাষার মিষ্টতা যেন আপনাদের সকলের মুখ থেকেই ঝরে পরছে. ...পৃথ্বীরাজ পুরকায়স্থ, পুব বঙ্গালপুকুরী, ওয়ার্ড নং ১৭, জোহার, আসাম, ভারত৷

প্রিয় ডয়চে ভেলে, আমি প্রথমবারের মতো আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে ভীষণ আনন্দিত হয়েছি৷ রকমারি তথ্যে ঠাসা আপনাদের ওয়েবসাইটটি কয়েক মুহূর্তেই আমার মন কেড়ে নিয়েছে৷ এখন থেকে নিয়মিত আপনাদের অনবদ্য ওয়েবসাইটটি দেখতে সবসময়ই সময় বের করে নেবো৷ জার্মানির পুনরএকত্রীকরণ বার্ষিকীতে শুভেচ্ছা রইলো৷ মারুফুল আলম খান, জয়সিদ্ধি ক্যাবল নেটওয়ার্ক, জয়সিদ্ধি, ইটনা, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

আজ সকালে নন্দন শুনলাম৷ ফ্রাঙ্কফুর্ট বইমেলার বর্ণনা নন্দন পরিবেশনাকে করলো সমৃদ্ধ৷ নিজে গিয়ে দেখা তো আমাদের পক্ষে সম্ভব নয় তাই ডয়চে ভেলেকে সাথী করে দুধের স্বাদ ঘোলে মেটানোর প্রচেষ্টা৷ মন্দ কি ! বিধান সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

প্রভাতী অনুষ্ঠানে কমনওয়েলথ গেমস-এর খবরগুলি ছিলো বেশ আকর্ষণীয়৷ তপতী সরকার, রেডিও শ্রোতাসংঘ, বর্ধমান, ভারত৷

কাশফুলের শুভেচ্ছা৷ ডয়চে ভেলের শ্রোতারা জার্মানির ফুটবলের খবর জানতে বেশি আগ্রহী তাই বেশি বেশি জার্মান ফুটবল দলের খবর জানাবেন৷ নাজমুল শাহ পলাশবাড়ি, গাইবান্ধা, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট ভিজিট করে আমরা দারুণ মুগ্ধ৷ রাজু, বাবুপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ৷

সবাইকে শুভেচ্ছা৷ ব্যস্ততার কারণে অনেকদিন বাংলা বিভাগের সাথে যোগাযোগ রাখতে পারিনি কিন্তু যোগাযোগ না থাকলেও নিয়মিত অনুষ্ঠান শুনেছি৷ আমি ডয়চে ভেলের সাথে নিবিড় বন্ধুত্ব গড়ে তুলতে চাই৷ আর সেজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা৷ মোঃ জাহাঙ্গীর, বাড়ি ৪৫, রোড ২৭, সেক্টর ৭, উত্তরা, ঢাকা, বাংলাদেশ৷