1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুপির জন্য বিখ্যাত অঞ্চল

২৫ অক্টোবর ২০১৯

ফ্যাশন মানে শুধু জামাকাপড়, জুতো, গয়নাগাটি নয় – সঙ্গে মানানসই হ্যাট, ক্যাপ ও অন্য ধরনের টুপিও থাকা চাই৷ ইটালির এক অঞ্চল গোটা বিশ্বে ফ্যাশনদূরস্ত টুপির জন্য বিখ্যাত হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/3Ru6U
Italien | Thomas D, MTV Europe Music Awards 1998
ছবি: picture-alliance/dpa

ইটালির গ্রামাঞ্চলের নিখুঁত নিসর্গ৷ পাহাড়ের উপর মধ্যযুগীয় গ্রাম, প্রাচীর দিয়ে ঘেরা শহর, টাওয়ার, খোলা জায়গায় পিয়াৎসা বা বড় চত্বর৷ এখনো মার্কে অঞ্চলে বিশাল সংখ্যায় পর্যটকদের ঢল নামে নি৷

স্থানীয় মানুষ শুধু কৃষিকাজের উপর নির্ভর করে না৷ শস্য ও অলিভ বা জলপাই চাষের পাশাপাশি সেখানে টুপিও তৈরি হয়৷ মাত্র সাত কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৬০টি টুপি উৎপাদন কেন্দ্র রয়েছে৷ সেই টুপি গোটা বিশ্বে রপ্তানি করা হয়৷ পশুর লোম বা খড় দিয়েও সেগুলি তৈরি হয়৷

ফেরুকিও ভেকি-র পরিবার বহুকাল ধরে টুপি তৈরির কাজ করছে৷ তিনি বলেন, ‘‘আমরা তিন প্রজন্ম ধরে হাতে করে হ্যাট বা টুপি তৈরি করছি৷ আমার দাদা, বাবা আর এখন আমি এই কাজ করছি৷ অর্থাৎ প্রায় দেড়শো বছর ধরে এই অসাধারণ পণ্যের জন্য আমরা নিজেদের উৎসর্গ করেছি৷'' 

এই টুপি প্রস্তুতকারী গ্রামগুলির মধ্যে অনেকগুলির কেন্দ্রস্থল সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে৷ মাসা ফ্যার্মানা গ্রামের ঐতিহাসিক তোরণ চতুর্দশ শতাব্দীতে তৈরি৷ ফেরুকিও ভেকির গ্রামে খড়ের টুপি দিয়েই জয়যাত্রা শুরু হয়েছিল৷ এই অঞ্চলে চিরকাল গমের ফলন ভালো ছিল৷ খেতে কাজ করার সময় মানুষ রোদ-বৃষ্টি থাকে বাঁচতে খড়ের টুপি তৈরি করতো৷

টুপির জন্য বিখ্যাত যে অঞ্চল

হাতে করে টুপি তৈরি করতে অনেক সময় লাগে, নিপুণভাবে সেই কাজ করতে হয়৷ এমা রাস্কোনি তাঁর নাতনিদের সেই কাজ শেখান৷ তাঁর নিজের শৈশবে এই কাজ শেখা ছাড়া কোনো উপায় ছিল না৷ স্মৃতিচারণ করতে গিয়ে এমা বলেন, ‘‘ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরতাম, দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ খেলার সময় পেতাম৷ তারপর বাবা-মা একগুচ্ছ খড় ধরিয়ে দিয়ে বলতেন, রাতের খাবারের আগে আমাকে সেটি দিয়ে বিনুনি বাঁধতে হবে৷ আমাকে সেই কাজ করতে হতো, কারণ সেটাই ছিল পরিবারের আয়ের একমাত্র উৎস৷''

মার্কো সর্বাটি তাঁর ভেস্পা স্কুটার চালিয়ে মন্টাপোনে শহর চষে বেড়াতে ভালবাসেন৷ তিনি নিসর্গ উপভোগ করেন৷ শহরের প্রান্তে তাঁর কারখানা গোটা অঞ্চলের সবচেয়ে বড়গুলির একটি৷ বছরে সেখানে প্রায় আড়াই লাখ হ্যাট ও ক্যাপ তৈরি হয়৷ তার প্রায় ৬০ শতাংশ জাপানে রপ্তানি করা হয়৷

অনেকেই জানেন না, যে ইটালির অনেক ফ্যাশন কোম্পানি রোম শহর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার উত্তর-পূর্বে মন্টাপনে শহরের আশাপাশের কারখানায় তাদের টুপি তৈরি করায়৷ টুপি প্রস্তুতকারী মার্কো সর্বাটি জানান, ‘‘প্রত্যেক কোম্পানি অবশ্যই তাদের ডিজাইন অনুযায়ী আমাদের টুপি তৈরি করতে বলে৷ তাতে এমব্রয়ডারি সেলাইয়ের কাজ, অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ বা অন্যান্য নানা বৈশিষ্ট্য থাকে৷ কখনো নানা ধরনের প্রিন্ট ও কাপড়ের মেলবন্ধন দেখা যায়৷''

মাথার টুপি খুলে ইটালির টুপি শিল্পকে অভিবাদন জানিয়ে বলতে হয় – ‘কাপেলো'!

কাডেরাইট/গেসনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য