1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক রূপসিদের পুনর্জন্ম লাভ

৮ ডিসেম্বর ২০১০

ডিসেম্বরের এক তারিখ ‘ডিজিটাল মৃত্যু’ বেছে নিয়েছিলেন তাঁরা৷ বায়না ছিল, আমাদের ফেরাতে চাইলে দশ লাখ মার্কিন ডলার দান করো৷ আর যতদিন না, এই কোঠা পূরণ হচ্ছে আমরা ডিজিটালি মৃত থাকবো৷

https://p.dw.com/p/QSlv
টুইটারে লেডি গাগার ভক্তের সংখ্যা ৭৩ লাখছবি: picture-alliance/ dpa

লেডি গাগা, কিম কার্ডাশিয়ান আর আলিশা কিসের মতো তারকারা যদি এমন কথা বলেন, তাহলে ভক্তদের না শুনে উপায় আছে! কেননা, ফেসবুক-টুইটারে এই তারকাদের সান্নিধ্য পেয়েই রোমাঞ্চিত অনেকে৷ বিশ্বাস না হলে, পরিসংখ্যান দেখুন৷ টুইটারে লেডি গাগার ভক্তের সংখ্যা ৭৩ লাখ৷ অন্যদিকে কার্ডিশিয়ানের খবর পেতে দিনরাত সেখানে হানা দেয় পঞ্চান্ন লাখ ভক্ত৷

এরকমই যখন অবস্থা তখন দশ লাখ ডলার কিছুই না হওয়ার কথা৷ তাছাড়া উদ্দেশ্যটাও ছিল মহৎ৷ এই দশ লাখ মার্কিন ডলার যোগাড় করা হচ্ছিল ভারত ও আফ্রিকায় এইডস আক্রান্তদের জন্য৷

Kim Kardashian USA TV Fernsehen Prominente Madame Tussauds Flash-Galerie
ছয়দিন ডিজিটালি মৃত ছিলেন কিম কার্ডাশিয়ানছবি: AP

কিন্তু তারপরও ডিজিটাল মৃত্যু বেছে নেয়া তারকারা হাসির পাত্রে রূপ নেন৷ ফেসবুক, টুইটারে তাদের লাখো ভক্ত সত্ত্বেও কেন যেন দশ লাখ মার্কিন ডলার আদায় হচ্ছিল না৷ অথচ অনেকে মনে করেছিল এক ডিসেম্বরের পর কয়েক ঘণ্টা কিংবা দুয়েক দিনের মধ্যেই আদায় হবে এই অর্থ৷ কেউতো বলে বসেছিলেন বিশ লাখ ডলারও আদায় হয়ে যেতে পারে৷

সে যাই হোক, ছয়দিন মৃত থাকার পর তারকারা আবার পুনর্জন্ম লাভ করেছেন৷ একজনই তাদের জন্য কাজটা সহজ করে দিয়েছেন৷ মার্কিন ব্যবসায়ী স্টুয়ার্ট রার একাই পাঁচ লাখ ডলার দান করেছেন তারকাদের এইডস ফান্ডে৷ ফলে দেরিতে হলেও লেডি গাগাদের ইজ্জত কিছুটা বাঁচলো৷

এদিকে, প্রাণ ফিরে পেয়েই ফেসবুক-টুইটারে পূর্ণদ্যোমে বার্তা পাঠাতে শুরু করেছেন তারকারা৷ কিম কার্ডাশিয়ান সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, মৃত্যু থেকে ফিরে আসলাম৷ সবাইকে অনেক মিস করেছি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য