1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে যোগ হচ্ছে ফোন কল সুবিধা

২০ এপ্রিল ২০১১

ফেসবুকে চ্যাটিং, পোকিং, ফ্রেন্ডিংতো কতই হল, এখন নতুন কিছু পেতে কী মন চায় না? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্য নতুন তথ্য৷ ফেসবুক বন্ধুরা এবার একে অপরকে ফোন করার সুবিধা পাবেন৷ অবশ্যই, ইন্টারনেট ফোন৷

https://p.dw.com/p/10wwM
ফেসবুক এবার স্কাইপ’এর গুণ পেতে চলেছে

আগেই বলে নেই, এই সুবিধা একেবারে আমজনতা অবধি পৌঁছাচ্ছে না এখনই৷ আপাতত মার্কিন প্রতিষ্ঠান ভিভক্স টি-মোবাইলের সহায়তায় নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে দেবে এই সুবিধা৷ তবে, আশার কথা হচ্ছে, এর মাধ্যমে ফেসবুকে যোগ হচ্ছে ভয়েস চ্যাটিং৷ ভবিষ্যতে যে এই সেবা সবার কাছে পৌঁছাবে না, এমন কথা কিন্তু ফেসবুক বলেনি৷

ভিভক্স এর এই সুবিধা পেতে প্রয়োজন হবে একটি এ্যাপ্লিকেশন, নাম ববসলিড৷ ফেসবুক ব্যবহারকারীরা এই এ্যাপ্লিকেশনে নিজের বন্ধুদের যোগ করে নিতে পারবেন৷ এরপর এটি ব্যবহার করে যেকোন ফেসবুক বন্ধুকেই ফোন করা যাবে৷ শুধু তাই নয়, ববসলিড এর কল গ্রহণ করতে গ্রহণকারীর কম্পিউটারেও এই এ্যাপ্লিকেশন থাকা বাধ্যতামূলক নয়৷ শুধু ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটারে মাইক্রোফানও স্পিকার থাকলেই ববসলিড এর কল গ্রহণ সম্ভব৷

NO FLASH Facebook Symbolbild
যোগাযোগের নানা পথ খুলে দিচ্ছে ফেসবুকছবি: picture alliance / dpa

শুরুতে শুধু ভয়েস চ্যাটের ব্যবস্থা থাকলেও, ভবিষ্যতে ববসলেড-এ ভিডিও চ্যাটিং সুবিধাও অন্তর্ভূক্ত করা হবে৷ তাছাড়া ফেসবুক বন্ধু ছাড়াও অন্যান্য মুঠোফোন এবং টেলিফোন নাম্বারেও কল করা যাবে ববসলিড ব্যবহার করে৷

তবে নির্মাতারা বলেছেন, এই সেবা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বাড়তি একটি সুবিধা যোগ করবে মাত্র৷ প্রচলিত মুঠোফোন বা ল্যান্ডলাইন এর বিকল্প হিসেবে এটিকে ব্যবহার তেমন একটা সম্ভব হবে না৷

উল্লেখ্য, বর্তমানে বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি৷ এই বিশাল ব্যবহারকারীকে নিত্যনতুন বিভিন্ন সেবা দিতে সদা সচেষ্ট বিভিন্ন সংস্থা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা