1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে নেই কেট মিডলটন!

৩০ এপ্রিল ২০১১

ব্রিটেনের রাজপুত্রের মন কেড়ে নেয়া কেট মিডলটনকে ফেসবুকে খোঁজেনি, এমন ফেসবুকার ক’জন আছেন? ঠিকঠাক, কেট মিডলটন লিখে ফেসবুকে খোঁজ চালালে দেখা মেলে অনেক কেট-এর৷ কিন্তু উইলিয়াম-এর কেট কোন জন?

https://p.dw.com/p/116jU
Britain's Prince William and his wife Kate, Duchess of Cambridge stand outside of Westminster Abbey after their Royal Wedding in London Friday, April, 29, 2011. (AP Photo/Martin Meissner)
রাজকীয় বিয়েছবি: AP

প্রিন্স উইলিয়াম-এর কেট মিডলটনকে খুঁজতে গিয়ে খোদ ফেসবুক কর্তৃপক্ষই কিন্তু তালগোল পাকিয়েছে৷ কমপক্ষে তিন কেট মিডলটনের ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে বরখাস্ত করেছিল ফেসবুক৷ তাদের প্রত্যেককে প্রমাণ করতে হয়েছে, তাঁরা আসলে উইলিয়াম এর স্ত্রী কেট নন৷ এদেরই একজন বস্টনের বাসিন্দা কেট মিডলটন৷ জানুয়ারী মাসে তিনি ফেসবুকে লগ ইন করতে গিয়ে টের পেলেন তাঁর অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে৷ অতঃপর ফেসবুকের সঙ্গে যোগাযোগ এবং প্রমাণ করা তিনি বস্টনের বাসিন্দা৷

একই অভিজ্ঞতা হয়েছে ব্রিটেনের আরেক কেট মিডলটন এর৷ তাঁর অ্যাকাউন্টও সাময়িকভাবে সাসপেন্ড করেছিল ফেসবুক কর্তৃপক্ষ৷ ফেসবুকের কালো তালিকায় পড়া তৃতীয় কেট মিডলটন আবার অস্ট্রেলিয়ার বাসিন্দা৷

ARCHIV - Britain's Prince William (R) and Kate Middleton (L) pose for photographs during a photocall to mark their engagement in the State Rooms of St James's Palace in London, Britain, 16 November 2010. Prince William, second in line to the throne, is to marry his long-term girlfriend Kate Middleton next Spring or Summer and lives in north Wales, where he is serving with the RAF. Photo: EPA/STR (zu dpa Jahreschronik - Die wichtigsten Ereignisse des Jahres 2010) +++(c) dpa - Bildfunk+++
ফেসবুকে নেই কেট মিডলটনছবি: picture-alliance/dpa

ফেসবুক যতই চালাক হোক, সেখানে কিন্তু কেট মিডলটন নামে কিংবা তিনি সম্পর্কিত ফেসবুক পাতার অভাব নেই৷ কেট এর নামে একটি পাতাতে ভক্তের সংখ্যা সোয়া দু'লাখ৷ এই পাতায় যার যা ইচ্ছা তাই পোস্ট করতে পারেন৷ ফলে, সহজেই অনুমেয় এটি আসল কেট মিডলটন এর আনুষ্ঠানিক ফেসবুক ঠিকানা নয় কিছুতেই৷

ফেসবুকে খুঁজলে কেট এর নামে পাতা আছে শতাধিক৷ এসব পাতায় ভক্তের সংখ্যা ছয়জন থেকে সোয়া দু'লাখ পর্যন্ত৷ কিন্তু ব্রিটিশ গণমাধ্যমের কথা ধরলে, এগুলোর কোনটাই উইলিয়াম এর সহধর্মিণীর আনুষ্ঠানিক পাতা নয়৷ মোটের উপর কেট মিডলটন নাকি ফেসবুকই ব্যবহার করেন না৷ সুতরাং ফেসবুকে কেট-কে খোঁজা বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান