1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকের নতুন ফিচার নিয়ে আবারো বিপত্তি

৬ সেপ্টেম্বর ২০১০

ফেসবুক এবার আরেক ফিচার যোগ করতে চলেছে৷ নাম ‘সাব্সক্রাইব টু’৷ এই ফিচার ব্যবহার করে একজন ফেসবুকার অন্যজনকে অনুসরণ করতে পারবে৷ ফলে যাকে অনুসরণ করা হচ্ছে, তিনি ফেসবুকে নতুন কোন কিছু লিখলে বা ছবি দিলে তা জানতে পারবে অনুসারী৷

https://p.dw.com/p/P4xB
অনুসরণের সুবিধা যোগ করছে ফেসবুকছবি: AP

নতুন এই ফিচারের ভালো দিক হচ্ছে, পছন্দের মানুষ, বন্ধু বা পরিবারের সদস্যকে সহজে অনুসরণের সুবিধা৷ আপনার প্রিয়জনটি যদি ফেসবুকে কোন নতুন বার্তা যোগ করে কিংবা ছবি বা ভিডিও শেয়ার করে, তাহলে সহজেই জানা যাবে নতুন এই ব্যবস্থায়৷

এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, বর্তমানে আমরা অল্প কিছু ব্যবহারকারীকে এই সুবিধা দিচ্ছি৷ এটা পরীক্ষামূলক৷ এই ব্যবস্থায় যাকে বা যে পাতা অনুসরণ করা হচ্ছে, তার সব ফেসবুক পরিবর্তন সম্পর্কে দ্রুত জানা যাবে৷

ইতিমধ্যেই এই ফিচারের সমালোচনা শুরু করেছেন অনেক তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ৷ কেননা ‘সাব্সক্রাইব টু'-এর আদল অনেকটা টুইটারের ‘ফলো' ফিচারের মতো৷ এতে করে কেউ আপনার বন্ধু না হলেও তাকে অনুসরণ করা সম্ভব হবে৷ ফলে এই ফিচার ফেসবুক ব্যবহারকারীর গোপনীয়তা প্রশ্নবিদ্ধ করতে পারে৷

টেকনোলজি ওয়েবসাইট ম্যাশাবল এর মতে, এই ফিচার যেমন প্রিয়জনের ক্ষেত্রে ব্যবহার সম্ভব, তেমনি গোপনে কেউ কাউকে অনুসরণ করতেও এটির আশ্রয় নিতে পারে৷

উল্লেখ্য, এই ফিচার সবার জন্য উম্মুক্ত হবে কিনা তা এখনো জানায়নি ফেসবুক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য