1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকের আদলে পাকিস্তানে মিল্লাতফেসবুক!

২৯ মে ২০১০

পাকিস্তানে এখনো বন্ধ ফেসবুক৷ হযরত মোহাম্মদ (সা:)-এর ছবি আঁকা প্রতিযোগিতা নিয়ে একটি পাতা থাকায় পাকিস্তানের একটি আদালত আগামী ৩১ মে পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে৷

https://p.dw.com/p/Ncre
মিল্লাতফেসবুকছবি: millatfacebook.com

মহানবীকে নিয়ে এধরণের প্রতিযোগিতায় বিক্ষোভ প্রকাশ করে পাকিস্তানিরা৷ সমাবেশ করে ফেসবুকের বিরুদ্ধে শ্লোগান দেয় তারা৷

এদিকে বিশ্বের মুসলমানদের সামাজিক যোগাযোগের আওতায় রাখতে লাহোরের ছয় তরুণ ফেসবুকের আদলে তৈরি করেছে মিল্লাতফেসবুক৷ এর ঠিকানা www.millatfacebook.com৷ আউটলুক দেখতে অনেকটা আসল ফেসবুকের মতো৷ বিশ্বের মুসলমানরা ছাড়াও অন্যান্য ধর্মের ভাল মনের অধিকারী যে কেউ এর সদস্য হতে পারবেন বলে এর ওয়েবসাইটে জানানো হয়েছে৷ মিল্লাতফেসবুকে আপাতত ইমেল করা, ছবি ও ভিডিও আপলোড করা, চ্যাট ও আলোচনার জন্য বোর্ডের ব্যবস্থা আছে৷

মিল্লাতফেসবুকের ২৪ বছর বয়সি প্রধান পরিচালন কর্মকর্তা ওসমান জহির এটি তৈরির কারণ ব্যাখ্যা করেছেন৷ তিনি বলছেন যে, এটা হলো ফেসবুক কর্তৃপক্ষের জন্য একটা বার্তা৷ এর মাধ্যমে তাদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে যেন ভবিষ্যতে মহানবীকে নিয়ে আর কোনো আপত্তিকর পাতা না বের করা হয়৷ ‘‘আমরা তাঁদের বুঝিয়ে দিতে চাই যে, ভবিষ্যতে এমনটি করলে আমরা তাঁদের ব্যবসায় কিছুটা হলেও ক্ষতি করতে সক্ষম,'' বলেছেন জহির৷

চালু হওয়ার প্রথম তিনদিনে প্রায় ৪,৩০০ জন এর সদস্য হয়েছেন, যাদের বেশিরভাগেরই বয়স বিশের ঘরে৷ এবং এরা হলো ইংরেজী বলা পাকিস্তানি নাগরিক৷ উল্লেখ্য, পাকিস্তানে আসল ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৫ লক্ষ৷

মোহাম্মদ আদেল নামের ৩১ বছর বয়সী এক ফার্মাসিস্ট সম্প্রতি সদস্য হয়েছেন মিল্লাতফেসবুকের৷ তিনি বলছেন, পরিকল্পনাটা ভাল কিন্তু এখনো অনেক দূর যেতে হবে৷ আরও সদস্য বাড়াতে নতুন নতুন পরিষেবা যোগ করতে হবে৷ রানা আদেল নামের ২১ বছর বয়সী আইনের আরেক ছাত্র বলেছে যে, আসল ফেসবুক চালু হলেও এখন থেকে সে দুটোই ব্যবহার করবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী