1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের চালু হচ্ছে বাংলাদেশের আদমজী জুট মিল

৩ মে ২০১০

এককালের আদমজী জুট মিল আবারো চালু হবে৷ বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ডয়চে ভেলেকে বলেছেন, এখন সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে৷ মন্ত্রী মনে করেন, আদমজী বন্ধ করা ছিল বিএনপি-জামাত জোট সরকারের ভুল সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/NDYp
সোনালী আঁশ পাটের গৌরবের দিন কি আবারো ফিরে আসছে বাংলাদেশে ?ছবি: picture-alliance/ dpa

আদমজী জুট মিলে মেশিনের শব্দ এখন শুধুই স্মৃতি৷ ২০০২ সালের ৩০শে জুন বিশ্বের সবচেয়ে বড় এই পাটকলটি বন্ধ করে দেয় জোট সরকার৷ মিলের সাইরেনে এখন আর শ্রমিকের ঘুম ভাঙেনা৷ তাদের নেই কোন কর্মব্যস্ততা৷ শিল্পমন্ত্রী বলেন, অন্যায়ভাবে মিলটি বন্ধ করা হয়েছিল৷ মিল বন্ধের ফলে ৩৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন৷ বন্ধ হয়ে যায় ওই এলাকার স্কুল কলেজ, যা ছিল অমানবিক৷ তিনি জানান,লোকসানের অজুহাত দেখিয়ে মিলটি বন্ধ করা হলেও এটি ছিল জোট সরকারের যুক্তিহীন বিরাষ্ট্রীকরণ নীতিরই ফল৷ কারণ ৩শ' কোটি টাকা খরচ করলে মিলটি পুরো মাত্রায় উৎপাদনে যেতে পারত৷ অথচ গোল্ডেন হ্যান্ডশেকের কারণে ব্যয় হয়েছে ১ হাজার ৪ শ' কোটি টাকা৷

দিলীপ বড়ুয়া জানান, শুধু আদমজী নয় পাকশী পেপার মিল, চট্টগ্রাম কেমিক্যাল কারকাখানাসহ আরো কিছু বন্ধ হয়ে যাওয়া সরকারী শিল্প প্রতিষ্ঠান ফের চালু করবে সরকার৷ শিল্পমন্ত্রী জানান, সোনালী আঁশ পাটের গৌরবের দিন আবারো ফিরে আসছে৷ আদমজী চালু হলে শ্রমিক যেমন বাঁচবে, তেমনি বাংলার পাট খুঁজে পাবে তার সোনলী ঠিকানা, জোর দিয়ে বলেন তিনি৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক