1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেঁসে যাচ্ছেন মেল গিবসন

৯ জুলাই ২০১০

সম্পর্ক চুকানোর খেসারত হিসেবে গাড়ি দিলেন, বাড়ি দিলেন, নগদ টাকাও দিলেন৷ তারপরও ফেঁসে যেতে চলেছেন হলিউড তারকা মেল গিবসন৷

https://p.dw.com/p/OFMJ
গিবসন ও তাঁর সাবেক রুশ বান্ধবী ওকসাঙ্কা গ্রিগোরিয়েভাছবি: picture-alliance/ dpa

তাঁর সাবেক রুশ বান্ধবী ওকসাঙ্কা গ্রিগোরিয়েভার অভিযোগ তুলেছেন, ড্যাশিং হিরো সিনেমার কিছু কারিশ্মা তাঁর ওপরও প্রয়োগ করেছেন৷ অর্থাৎ তাঁকে পিটিয়েছেন৷ আর পুলিশও এর তদন্ত শুরু করতে যাচ্ছে৷

রুশ গায়িকা ওকসাঙ্কো ও গিবসনের একটি সন্তান৷ সে সন্তান কার কাছে থাকবে, বাবা না মা - এনিয়ে দুজনের মধ্যে আইনি লড়াইও চলছে৷ আর এর মধ্যেই এলো মারধোর করার অভিযোগ৷ ওকসাঙ্কোর দাবি অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মালিবুতে৷ লস এঞ্জেলেস পুলিশ গতকালই জানিয়েছে, তারা অভিযোগটি গুরুত্বের সঙ্গেই নিয়েছে৷ আর তদন্তও শুরু হচ্ছে৷ তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি পুলিশের মুখপাত্র স্টিভ হোয়াটমোর৷ তিনি শুধু বলেছেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি, তা পুঙ্খনাপুঙ্খভাবে যাচাই করে দেখব৷''

অস্কারজয়ী গিবসনের স্ত্রী রোবেন গত এপ্রিলে তালাক চেয়ে আবেদন করেছেন৷ এর সুরাহা এখনো হয়নি৷ স্ত্রী তালাক চাওয়ার পরপরই ৪০ বছর বয়সি গ্রিগোরিয়েভার সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটে গিবসনের৷ তাঁর আইনজীবী স্টিফেন কোলোডনে বলেন, ‘‘সম্পর্কচ্ছেদের মাশুল হিসেবে কয়েক লাখ ডলার দেওয়া হয়েছে রুশ গায়িকাকে৷ একটি বাড়ি দেওয়া হয়েছে, সঙ্গে গাড়িও৷'' এখন দেখা যাক, আর কী মাশুল গুণতে হয় ব্রেভহার্ট তারকাকে৷

গিবসন তো ফাঁসতে পারেন, আরেক তারকা লিন্ডসে লোহান তো ফেঁসেই আছেন৷ ক'দিন আগেই তাঁকে ৯০ দিনের সাজা দিয়েছে আদালত৷ তাঁর অপরাধ, মাদক রাখা, বেসামাল গাড়ি চালানো, মদ্যপান করে গাড়ি চালানো এবং একাধিকবার আদালতের নির্দেশ না মেনে আদালত অবমাননা৷ সাজার পর আরেকটি দুঃসংবাদ এসেছে লোহানের জন্য৷ তাঁর প্রধান আইনজীবী শ্যন চ্যাপম্যান হলি পদত্যাগ করেছেন৷ সাজার আদেশের পর চ্যাপম্যান বেশ ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘‘এটা একটু বেশি হয়ে গেছে৷ এই অপরাধে আরো কম সাজার উদাহরণ ভুরি ভুরি দেওয়া যায়৷'' স্টিফেন চলে যাওয়ায় লোগানের সমস্যাটি একটু বেড়ে গেলো৷ তবে তাঁর জায়গা কাকে দেওয়া হবে, তা এখনো জানা যায়নি৷

আদালতের খবর তো অনেক হলো, এবার একটু অন্য দিকে চোখ দেওয়া যাক৷ ‘অবতার'- জেমস ক্যামেরনের এই চলচ্চিত্রটি এরই মধ্যে অনেকে দেখে ফেলেছেন৷ তবে তাঁদের বলছি, আবার দেখতে হবে৷ কারণ নতুন কিছু আসছে৷ আগেরটির সঙ্গে আরো কিছু ফুটেজ জোড়া দিয়ে নতুনভাবে হলে আসছে এই থ্রি ডি চলচ্চিত্র৷ প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স গতকাল জানিয়েছে, আগামী মাসের ২৭ তারিখেই তা মুক্তি পাবে৷ এতে চলচ্চিত্রটির দৈর্ঘ্য বেড়েছে আট মিনিট৷ বক্স অফিসে সফল এই চলচ্চিত্র ইতোমধ্যে ২৭০ কোটি ডলার ব্যবসা করেছে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক