1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের নানা সমস্যা

১ মে ২০১০

বায়ার্নের সমস্যা ফ্যানদের মতিগতি৷ ফ্রান্সের সমস্যা গোটা তিনেক খেলোয়াড়ের যৌন কেলেঙ্কারি৷ দক্ষিণ আফ্রিকার সমস্যা ম্যাচ প্র্যাকটিসের জন্য প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া৷

https://p.dw.com/p/NByf
ফ্রঙ্ক রিবেরি: ডক্টর জোকিল এ্যান্ড মিস্টার হাইড?ছবি: pa / dpa

বায়ার্ন মিউনিখের কোচ লুই ফ্যান গাল শুক্রবার অভিযোগ করেছেন যে, বার্সেলোনা কিংবা আয়াক্স আমস্টারডামের ফ্যানদের মতো বায়ার্নের ফ্যানরাও নাকি শুধু সুদিনের বন্ধু, দুর্দিনে তারা কেউ নয় - এক তথাকথিত ‘সাউথ কার্ভ'-এর কট্টর ফ্যানরা ছাড়া৷ ফ্যান গালের ভাষায় ঐ সুদিনের ফ্যানরা যেন থিয়েটার দেখতে আসেন৷ অথচ ক্লাবের যখন সময় ভালো চলছে না, তখনই তো ফ্যানদের সাপোর্ট সবচেয়ে বেশী প্রয়োজন৷

ত্রিমুকুট জয়ের স্বপ্ন

ফ্যান গাল'এর হঠাৎ এ'রকম ফ্যানদের গালমন্দ করার কারণ সম্ভবত এই যে, বায়ার্ন এবার মরশুমের গোড়ায় বেশ নাস্তানাবুদ হয়ে পরে হালে পানি পেয়েছে৷ এখন তো তারা ‘ত্রিমুকুট', অর্থাৎ বুন্ডেসলিগা খেতাব, জার্মান কাপ এবং চ্যাম্পিয়নস লীগ জয় করার পথে৷ বুন্ডেসলিগার আর দু'টি সপ্তাহান্ত বাকি৷ বায়ার্ন আর শালকে তালিকার শীর্ষে, ৬৪ পয়েন্ট নিয়ে, যদিও গোলের ব্যবধানে বায়ার্ন ১৩ গোলে এগিয়ে৷ এছাড়া বায়ার্নকে আরো খেলতে হবে বোখুম এবং হের্থা বার্লিনের বিরুদ্ধে - দু'টি ক্লাবই তালিকার তলানি৷ ওদিকে শালকে শনিবার খেলছে তালিকার তৃতীয় ভের্ডার ব্রেমেনের বিরুদ্ধে, এবং তার পরের শনিবার লড়াকু মাইঞ্জ'এর বিরুদ্ধে৷ কাজেই বায়ার্নের বুন্ডেসলিগা খেতাবটা প্রায় হাতের নাগালে৷

কপাল যখন ফেরে, তখন সবই মনমতো হয়৷ ফ্যান গাল তো এবার মুখ খুলে বলেই ফেলেছেন যে, ২২শে মে মাদ্রিদে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে বার্সেলোনা না হয়ে ইন্টার মিলান যে বায়ার্নের প্রতিদ্বন্দ্বী, তা'তে তিনি স্বস্তির নিশ্বাস ফেলেছেন৷ ‘‘ইন্টার বার্সেলোনার মতো অতোটা এ্যাটাকিং খেলা খেলে না,'' বলেছেন ফ্যান গাল৷

ফ্যান গালের তৃতীয় সমস্যা বায়ার্ন তথা ফরাসি জাতীয় একাদশের তারকা ফ্রঙ্ক রিবেরি'কে নিয়ে৷ একে তো রিবেরি চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে লাল কার্ড দেখার পর উয়েফা তাকে পরের তিনটি ম্যাচের জন্য সাসপেন্ড করেছে - যার অর্থ, রিবেরি মাদ্রিদের ফাইনালে খেলতে পারবে না৷ বায়ার্ন অবশ্য উয়েফা'র সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করেছে৷ শুনানী ৫ই মে৷

জন্মদিনের পার্টি

ফরাসি কোচ রেমঁ দমেনেক'এর সমস্যা, শুধু রিবেরি তো নয়, সেই সঙ্গে করিম বেঞ্জেমা এবং সিডনি গোভু, তিন তিনজন খেলোয়াড় ঐ একই যৌন কেলেঙ্কারির জালে জড়িয়েছে৷ অথচ রিবেরি ছিল জিনেদিন জিদানের পর ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়৷ সেই রিবেরি গত বছরের এপ্রিল মাসে তার ২৬তম জন্মদিনে এক ফরাসি মহিলাকে মিউনিখের একটি হোটেলে আমন্ত্রণ জানায়৷ ঐ মহিলা পারিশ্রমিকের বদলে যৌন সম্পর্কেও লিপ্ত হন৷ পরে দেখা যায় যে, সে-সময়ে ঐ মহিলার ১৮ বছর পূর্ণ হয়নি৷ এ'নিয়ে রিবেরি'কে ইতিমধ্যেই সরকারিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তার পুলিশি জেরা সম্ভবত বিশ্বকাপের আগে হচ্ছে না, বলে শেষ খবর৷ নয়তো তার ফ্রান্সের হয়ে খেলা নিয়েই প্রশ্ন তুলেছেন এক ফরাসি মন্ত্রী৷

‘কেউ আমাদের সঙ্গে খেলতে চায় না'

সবশেষে আসা যাক দক্ষিণ আফ্রিকার ব্রাজিলিয়ান কোচ আলবের্তো পারেইরা'র সমস্যায়৷ শুধুমাত্র দেশে যারা খেলে, সেই প্লেয়ারদের নিয়ে জার্মানি এসেছিলেন ট্রেনিং ক্যাম্প করতে৷ ভুল প্ল্যানিং-এর ফলে এমনিতেই কোনো ভালো প্রতিযোগী পাওয়া যায়নি৷ আইসল্যান্ডের আগ্নেয়গিরির উৎপাতে চীন আর এস্টোনিয়ার দল জার্মানি আসতে পারেনি ফ্রেন্ডলি খেলার জন্য৷ পাওয়া গেছে উত্তর কোরিয়া এবং জামাইকা'কে৷ তা'ও আবার পারেইরা'র ‘বাফানা বাফানা'-রা একবার ড্র করেছে আর একবার ২-০ গোলে জিতেছে৷ আসল কথা হল, জার্মানির ক্লাবগুলোর কেউই নাকি এই বুন্ডেসলিগা মরশুম - এবং ইউরোপীয় ফুটবলের মরশুম - শেষ হবার মুখে পারেইরা'র ‘খোকাদের' সঙ্গে খেলতে চায়নি, বায়ার্ন মিউনিখের রিজার্ভ দলও নয়৷ ব্যর্থমনোরথ হয়ে পারেইরা শুক্রবার দল সমেত ফেরত গেছেন৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই