1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা ব়্যাংকিং’এ তালিকার শীর্ষে রইলো স্পেন

১৮ মে ২০১১

কোন দেশ ফুটবলে কতটা এগিয়ে আছে? বুধবার ফিফা নতুন করে তার ব়্যাংকিং তালিকা প্রকাশ করেছে৷ স্পেন এখনো তার শীর্ষ স্থান ধরে রেখেছে৷

https://p.dw.com/p/11Imk
ফিফার তালিকায় ভারত রয়েছে ১৪৫ নম্বর স্থানে, বাংলাদেশের স্থান ১৬৩ছবি: APTN

শুধু স্পেন নয়, ফুটবলের ক্ষেত্রে সেরা ১০টি দেশের নতুন তালিকায় কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না৷ স্পেনের পর বাকি নয়টি দেশ হলো যথাক্রমে নেদারল্যান্ডস, ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ইংল্যান্ড, উরুগুয়ে, পর্তুগাল, ইটালি ও ক্রোয়েশিয়া৷ এর কারণ, শেষবার তালিকা প্রকাশিত হওয়ার পর মাত্র ৭টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সবকটিই ছিল প্রদর্শনী ম্যাচ৷ ফলে সেরা টিমগুলির অবস্থানে রদবদলের কোনো সুযোগই ছিল না৷

ফিফার তালিকায় ভারত রয়েছে ১৪৫ নম্বর স্থানে, বাংলাদেশের স্থান ১৬৩৷ শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর ফলে আফগানিস্তানের অবস্থান বেড়ে ১৬৪-তে পৌঁছেছে, যা এখনো পর্যন্ত তাদের সবচেয়ে ভালো ফলাফল৷ সেনেগাল ১১টি দেশকে টপকে ৪০ নম্বর স্থানে এসে পড়েছে, যা সত্যি চোখে পড়ার মতো সাফল্য৷ সেরা ৫০টি টিমের তালিকায় ইউরোপেরই পাল্লাভারি, কারণ ৫০টির মধ্যে ২৯টি টিমই উয়েফার সদস্য৷ বাকিদের মধ্যে রয়েছে আফ্রিকার ৯, দক্ষিণ অ্যামেরিকার ৬, এশিয়ার ৪, উত্তর অ্যামেরিকার ৩টি দেশ৷ ওশেনিয়ার কোনো টিম সেরা ৫০এর তালিকায় জায়গা করে নিতে পারে নি৷

সবচেয়ে খারাপ ফুটবল খেলে কোন দেশ? ৬টি দেশ তালিকার একেবারে সর্বশেষ অবস্থান ‘ভাগ করে' নিয়েছে৷ এরা হলো অ্যান্ডোরা, সান মারিনো, অ্যাঙ্গুয়িলে, মন্টসেরেট, অ্যামেরিকান সামোয়া ও পাপুয়া নিউগিনি৷

১৯৯৩ সালের অগাস্ট মাসে প্রথম বারের মতো ব়্যাংকিং তালিকা প্রকাশিত হয়৷ তার পর থেকে ফুটবল জগত এই তালিকার উপর নজর রেখে চলেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক