1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরিদপুরের ইমরানের আবিষ্কার ‘উভচর যান’

২৭ ডিসেম্বর ২০১০

ঢাকা থেকে তুর্কি বিমান, ‘উত্তরণ’ এর মোড়ক উন্মোচন, টিআইবি’র বিরুদ্ধে একাধিক মামলা, প্রাথমিক শিক্ষা সমাপনী ফল, জেটি থেকে পণ্য চুরির রহস্য উন্মোচন এবং পৌর নির্বাচন নিয়ে দলগত অবস্থানের খবর আজ গুরুত্ব পেয়েছে সব পত্র-পত্রিকায়৷

https://p.dw.com/p/zq1Z
Ford, Airstream, concept, North American, International, Auto Show, ফরিদপুর, ইমরান, আবিষ্কার, উভচর যান, Dhaka, Bangladesh, Media, Prothom Alo, Daily Star, বাংলাদেশ, ঢাকা, পত্রিকা, প্রথমআলো, সমকাল, যুগান্তর,
ইমরানের উদ্ভাবনকে কাজে লাগিয়ে একদিন ফোর্ড কিংবা পোর্শেও হয়তো হাজির হবে তাদের উভচর গাড়ি নিয়েছবি: picture-alliance/ dpa

রাস্তায় চলে, পানিতেও ভাসে৷ এর নাম ‘জল ও স্থল শৌখিন পরিবহন'৷ উভচর এই যানটির উদ্ভাবক ৩৫ বছর বয়সি হাবিবুর রহমান ইমরান৷ দৈনিক প্রথম আলো ছেপেছে বাংলাদেশি উদ্ভাবকের তৈরি এই নতুন যানের খবর৷ এতে বলা হচ্ছে, ১৩ মাসের প্রচেষ্টায় যানটি তৈরি করেছেন তিনি৷ রবিবার যানটি পরীক্ষামূলকভাবে চালিয়ে এর কার্যকারিতা যাচাই করা হয়৷ শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে সিএন্ডবি ঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দূরত্ব স্থলপথে যানটি চালিয়ে নেওয়ার পর সামনে পড়ে পদ্মা নদী৷ দ্রুত এর তিনটি চাকা খুলে নদীতে নামানোর পর চলতে থাকে যানটি৷ এটা ছিল শুধুই পরীক্ষামূলক৷ আগামী মাসে এটি পরিবহন হিসেবে নামানোর ইচ্ছা ইমরানের৷


কুমিল্লায় খারিজ হলেও চট্টগ্রামের মামলায় সমন জারি

বিচার বিভাগের দুর্নীতির পরিসংখ্যান তুলে ধরে বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি৷ আজকেরও সব পত্রিকার শিরোনাম হয়েছে টিআইবি'র শীর্ষ কর্তাদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত খবর৷ খবরে বলা হচ্ছে, কুমিল্লার একটি আদালত রবিবার টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন, নির্বাহী প্রধান ড. ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলম -এর বিরুদ্ধে মামলায় সকালে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও বাদী পক্ষ ওয়ারেন্ট প্রসেস না করায় আদালত বিকেলে মামলাটি খারিজ করে দেয়৷ টিআইবির প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিচার বিভাগের মানহানির অভিযোগ আনা হয়েছিল এই মামলায়৷ এদিকে রবিবার একই অভিযোগে টিআইবির এই তিন কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামে দু'টি মামলা করা হয়৷ চট্টগ্রামের আদালত মামলা দুটি আমলে নিয়ে তাঁদের ওপর সমন জারি করেছে৷

বাংলাদেশে সার নিয়ে আসার পথে অপহৃত হয় থাই জাহাজ

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ 'এমভি জাহান মনি' ছিনতাই করার রেশ না কাটতে শনিবার আরেকটি জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা৷ থাইল্যান্ডের মালিকানাধীন এ জাহাজটি আরব আমিরাত থেকে ১৫ হাজার ৭৫০ টন সার নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসছিল৷ ফলে এই জাহাজটি ছিনতাই হওয়ার ঘটনাও ক্ষতির মুখে ঠেলে দিল বাংলাদেশকে৷ দৈনিক সমকাল, নিউএইজ, কালের কণ্ঠ, আমার দেশসহ বেশ কিছু পত্রিকায় প্রকাশ করা হয়েছে 'এমভি থোর ন্যাক্সাস' নামের নতুন জাহাজটিতে থাকা সারের খবর৷ এতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫টি বন্দরের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে সোমালীয় জলদস্যুরা৷ উল্লেখ্য, জাহান মনি জাহাজের ২৬ নাবিক এখনও জিম্মি আছে সোমালীয় জলদস্যুদের হাতে৷ এসব নাবিকের মুক্তির বিনিময়ে ৯০ লাখ ডলার দাবি করেছে জলদস্যুরা৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম