প্রেসিডেন্ট বারাক ওবামা | পাঠক ভাবনা | DW | 26.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের অভিবাসী সংক্রান্ত আইন নিয়ে প্রচারিত বিশ্বসংবাদটি আমাদের কাছে হট কেকের মত মনে হয়েছে...

গতকাল বিশ্ব সংবাদে প্রচারিত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের অভিবাসী সংক্রান্ত আইনকে বিভ্রান্ত বলে অভিহিত করে এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোন রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে মন্তব্য করে যে নজির স্থাপন করেছেন তা সত্যি অভিবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ বক্তব্যকে আমাদের কাছে যথেষ্ট নিরপেক্ষ বলে মনে হয়েছে৷ আমরা চাই তিনি এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বিশেষ করে কেন্দ্রীয় অভিবাসী সংক্রান্ত আইন সংশোধণের বিষয়ে৷ ডয়চে ভেলের গতকালের এই সংবাদটি আমাদের কাছে হট কেকের মত মনে হয়েছে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ তবে বাংলাদেশের ভোলার উপ-নির্বাচনের সংবাদ আমাদের কাছে যথেষ্ট নিরপেক্ষ বলে মনে হয়নি৷ কারণ আমরা বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে যেভাবে সংবাদ দেখেছি এবং শুনেছি তাতে বোঝা যায় নির্বাচনী এলাকায় ভোট ও ভোটারদের ব্যাপক বিশৃংখল অবস্থা তৈরি করেছে সরকারি দলের লোকজন৷ কিন্তু সে অনুযায়ী ডয়চে ভেলে সংবাদে ঐ ধরণের কিছু উঠে আসেনি৷ অনেকটা একপেশে সংবাদ হয়েছে৷ সংবাদ শুনে আমাদের কাছে মনে হয়েছে এটি বিটিভির সংবাদ প্রচারিত হচ্ছে৷ আমরা আশা করবো ডয়চে ভেলে বাংলাদেশের সংবাদের ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক সংবাদের ক্ষেত্রে যথেষ্ট নিরপেক্ষ এবং স্বচ্ছতা বজায় রাখবে যাতে সাধারণ জনগণ আস্থা রাখতে পারে৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন-,ঢাকা, বংলাদেশ৷

এফ এম আঙ্গিকে নতুন ধরণের পরিবেশনা সত্যিই জীবনমুখী, চমকপ্রদ ও হৃদয়গ্রাহী৷ আনিসুর রহমান, সাতক্ষীরা, বাংলাদেশ৷

বাংলা অনুষ্ঠান প্রতিদিন একটি করে গান উপহার দিচ্ছে যা আমাদের কাছে খুবই আকর্ষণীয় ও উপভোগ্য৷ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান৷

বিজ্ঞান ডটকম পরিবেশনায় ছাইমেঘ নিয়ে আলোকপাত বেশ লাগলো৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

২৪ ও ২৫ তারিখের অনুষ্ঠানে বাংলাদেশের খবর, ঢাকার প্রতিবেদন, যুক্তরাষ্ট্রে অভিবাসী আইন প্রসঙ্গ, জলবায়ু পরিবর্তন, পশ্চিমা গান, কম্পিউটারের ক্ষতিকারক দিক, মুখমন্ডল বদল নিয়ে চিকিৎসা বিজ্ঞানের সাফল্য, বাংলাদেশে জার্মান নাগরিকের সাহায্য , খেলার খবর এবং অন্যান্য সবকিছু মিলিয়ে ছিলো অসাধারণ আয়োজন৷ ৬১৮০ ও ১১৯৭০ কিলোহার্তসে শ্রবণমান ছিলো অনবদ্য৷ চৈতালী ও ডাক্তার সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷