1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেসিডেন্ট পদে দাঁড়াতে ব্যর্থ জ্যাঁ’র নতুন অ্যালবাম

৫ নভেম্বর ২০১০

হাইতির প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চেয়েছিলেন জনপ্রিয় তারকা উইক্লিফ জ্যাঁ৷ তবে শেষ পর্যন্ত ভোটে দাঁড়ানোর সুযোগ পাননি জ্যাঁ৷ এবার সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে অ্যালবাম বের করার ঘোষণা দিলেন এই হিপ-হপ শিল্পী৷

https://p.dw.com/p/PzEB
Haiti, Wyclef, Jean, উইক্লিফ, জ্যাঁ, হাইতি, প্রেসিডেন্ট
মঞ্চে সহশিল্পীর সাথে উইক্লিফ জ্যাঁছবি: AP

১৯৯০ সালে প্রতিষ্ঠিত হিপ-হপ শিল্পী গোষ্ঠী ‘দ্য ফাজিস' এর প্রতিষ্ঠাতা সদস্য জ্যাঁ৷ হাইতিতে ১২ জানুয়ারির দুর্যোগের পর দুর্গতদের সাহায্যার্থে পাশে দাঁড়িয়েছিলেন শিল্পী জ্যাঁ৷ তাঁর ‘ইয়েলে হাইতি ফাউন্ডেশন' এসময় হাইতির জনগণের জন্য ত্রাণ সাহায্য সংগ্রহে অগ্রণী ভূমিকা রেখেছে৷ গত আগস্টে ঘোষণা দেন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন তিনি৷ বেশ কিছুটা এগিয়েছিলেন নির্বাচনের জন্য৷ কিন্তু শেষ পর্যন্ত বাধ সাধে নির্বাচন কমিশন৷ জানিয়ে দেয় যে, আবাসিকতার শর্ত পূরণ না হওয়ায় জন্মভূমি হওয়া সত্ত্বেও সেখানে দাঁড়াতে পারবেন না জ্যাঁ৷ কেননা জীবনের প্রথম নয় বছর হাইতিতে কাটালেও বর্তমানে নিউইয়র্কে বাস করেন৷ ফলে টানা পাঁচ বছর ধরে দেশে বসবাস না করায় প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন না৷

যাহোক, নির্বাচন করা না হলেও এবার সেই অভিজ্ঞতা নির্ভর অনেকটা রাজনীতির প্রেক্ষাপট নিয়েই এবার প্রকাশ করতে যাচ্ছেন তাঁর নতুন অ্যালবাম৷ এটির নাম দিয়েছেন ‘‘যদি আমি প্রেসিডেন্ট হতাম: আমার হাইতির অভিজ্ঞতা''৷ বৃহস্পতিবার নিজের ব্লগে প্রকাশ করলেন নতুন এই অ্যালবামের তথ্য৷ গান থাকছে ছয়টি৷ এর মধ্যে একটি গানের শিরোনাম হচ্ছে ‘‘নির্বাচনের সময়''৷ গানটিতে জ্যাঁ বলছেন, ‘‘আমি যদি প্রেসিডেন্ট হতাম তবে আমি প্রথমে সব মানুষকে তাঁবু থেকে ফিরিয়ে আনতাম৷'' মূলত ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শিকার যেসব মানুষ এখনও পথের ধারে তাঁবুতে বাস করছে তাদের জন্য সুষ্ঠু আবাসনের ব্যবস্থা করার কথাই বুঝিয়েছেন জ্যাঁ৷

তবে নির্বাচন নিয়ে এটিই তাঁর প্রথম গান নয়৷ নির্বাচনে তাঁর প্রার্থিতা বাতিল হওয়ার পরপরই তিনি দেশটির প্রেসিডেন্ট রেনে প্রেভালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে গান প্রকাশ করেন৷ এছাড়া গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই শিল্পী বেশ কয়েক বছর আগেই ‘‘আমি যদি প্রেসিডেন্ট হতাম'' এই শিরোনামে আরেকটি গান প্রকাশ করেছিলেন৷ সেটি ছিল তৎকালীন মার্কিন সিনেটর বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টনের মধ্যকার ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার লড়াই নিয়ে রচিত৷

যাহোক, ৪০ বছর বয়সি জ্যাঁ'র এই নতুন অ্যালবাম হাতে পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন৷ এটি বাজারে আসবে ৭ ডিসেম্বর৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম