1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেসিডেন্টের ক্ষমায় মুক্ত মিয়ানমারের দুই সাংবাদিক

৭ মে ২০১৯

মিয়ানমারের রাখাইনে ১০ মুসলিম রোহিঙ্গার হত্যা নিয়ে প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন ওয়া লন ও কিঁয় সোয়ে৷ ৫১১ দিন বন্দি থাকার পর প্রেসিডেন্টের ক্ষমায় মঙ্গলবার তাঁরা ছাড়া পেয়েছেন৷

https://p.dw.com/p/3I3nN
Myanmar, Yangon: Freilassung der Journalisten Kyaw Soe Oo und Wa Lone
ছবি: picture-alliance/AP/T. Zaw

মিয়ানমারের রাখাইনে ১০ মুসলিম রোহিঙ্গার হত্যা নিয়ে প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন ওয়া লন ও কিঁয় সোয়ে৷ ৫১১ দিন বন্দি থাকার পর প্রেসিডেন্টের ক্ষমায় মঙ্গলবার তাঁরা ছাড়া পেয়েছেন৷

২০১৭ সালের সেপ্টেম্বরে ১০ মুসলিম রোহিঙ্গা পুরুষ ও ছেলেকে হত্যা করা হয়৷ সেই হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় ঐ বছরের ডিসেম্বরে রয়টার্সের হয়ে কর্মরত মিয়ানমারের ঐ সাংবাদিকদের আটক করা হয়েছিল৷

তাঁদের বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট' ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল৷

এই দুই সাংবাদিক আটকের ঘটনায় নোবেলজয়ী অং সান সুচি'র আমলের মিয়ানমারে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন দেশ সাংবাদিকদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছিল৷

কারাগারে থাকা অবস্থায় ঐ দুই সাংবাদিককে ২০১৯ সালের পুলিৎজার পুরস্কার দেয়া হয়৷

যেভাবে মুক্তি

গতমাসের ১৭ তারিখে মিয়ানমারে নববর্ষ শুরু হয়েছে৷ এই উপলক্ষ্যে প্রতিবছর কয়েক হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট৷ রয়টার্সের দুই সাংবাদিকও সেই ক্ষমার আওতায় মুক্তি পেলেন৷

এর আগে গত সেপ্টেম্বরে তাঁদের সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল৷ সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে গতমাসে তা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷

মিয়ানমার সরকারের মুখপাত্র জ হিতায় জানিয়েছেন, দীর্ঘমেয়াদে দেশের স্বার্থের কথা বিবেচনা করে ঐ দুই সাংবাদিককে মুক্ত করার ব্যাপারে নেতারা সিদ্ধান্ত নিয়েছেন৷

কারাগার থেকে বের হওয়ার পর ওয়া লন তাঁদের মুক্তির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান৷ তিনি বলেন, ‘‘আমার পরিবার ও সহকর্মীদের দেখা পেয়ে আমি খুবই খুশি৷ নিউজরুমে ফিরে যেতে আর তর সইছে না৷''

রয়টার্সের প্রধান সম্পাদক স্টেফান আডলার বলেছেন, ‘‘মিয়ানমার আমাদের  সাহসী সাংবাদিকদের ছেড়ে দেয়ায় আমরা দারুণ খুশি৷

‘‘৫১১ দিন আগে আটক হওয়ার পর তাঁরা বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিলেন,'' বলেন তিনি৷

রয়টার্সের দুই সাংবাদিকের হয়ে আইনি লড়াই চালিয়েছিলেন আমাল ক্লুনি৷ তাঁদের মুক্তির পর তিনি বলেন, ‘‘আমি আশা করছি, তাঁদের মুক্তি মিয়ানমারে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে নতুন একটি সংকেত হয়ে উঠবে৷''

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান