1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রিন্সেস ডায়ানা পরিবারের সম্পত্তির নিলামে ব্যাপক সাড়া

৯ জুলাই ২০১০

প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেও এখনও বিশ্ববাসীর কাছে তিনি হৃদয়ের রাণী বলে সমাদৃত৷ যার প্রমাণ, তাঁর পরিবারের অস্থাবর সম্পত্তির নিলাম৷ মোট ২১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হলো তাঁর পরিবারের অনেক জিনিসপত্র৷

https://p.dw.com/p/OEbH
Diana, Princess of Wales
হৃদয়ের রাণী প্রিন্সেস ডায়ানাছবি: AP

প্রিন্সেস ডায়ানার প্রতি মানুষের ভক্তি যেমন রয়েছে, তেমনই ভক্তি রয়েছে তিনি যেই পরিবার থেকে এসেছেন, সেই স্পেন্সার পরিবারের প্রতি৷ বৃহস্পতিবার নিলাম প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস' জানিয়েছে, এই স্পেন্সার পরিবারের বেশ কিছু জিনিসপত্র গত কয়েকদিন ধরে নিলামে বিক্রি করা হয়েছে৷ এবং তাতে আয় হয়েছে ২১.১ মিলিয়ন পাউন্ড৷ এসব জিনিসের সঙ্গে জড়িয়ে আছে প্রিন্সেস ডায়ানা এবং তাঁর পরিবারের স্মৃতি৷ এক বিবৃতিতে নিলাম প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, এই নিলাম সারা বিশ্বের নজর কেড়েছে৷ এবং এটাই বলে দিচ্ছে যে মানুষের কাছে এখনও স্পেন্সার পরিবারের আবেদন কত বেশি৷ জানা গেছে, লন্ডনের এই হাই প্রোফাইল নিলামে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ গ্রহণ করা হয়েছে৷ চীন, অস্ট্রেলিয়া, ফিলিপাইনস এবং মরক্কো থেকে অনেকে ইন্টারনেটের মাধ্যমে নিলামে অংশ নেন৷

Diana and Dodi Fayed
প্রিন্সেস ডায়ানা ও দোদি আল ফায়েদছবি: AP

বিক্রি হওয়া জিনিষপত্রের মধ্যে অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী পিটার পলের আঁকা ‘এ কমান্ডার বিং আর্মড ফর ব্যাটল' নামের ছবিটি৷ সর্বোচ্চ নয় মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে এই বিখ্যাত চিত্রকর্মটি৷ ছবিটি ১৬১২ থেকে ১৬১৪ সালের মধ্যে আঁকা হয়েছে৷ মনে করা হয়, ছবিটি ১৬ শতকের রোমান সম্রাট পঞ্চম চার্লসের৷ নিলামে ছিল ১৯ শতকের একটি ঘোড়ায় টানা গাড়ি৷ এটি বিক্রি হয়েছে এক লাখ ৩৩ হাজার পাউন্ডে৷ যদিও মনে করা হয়েছিল এটির দাম হয়তো উঠবে সর্বোচ্চ ৮০ হাজার পাউন্ড পর্যন্ত৷ খুচরা অনেক অস্থাবর সম্পত্তিও বিক্রি হয়েছে এই নিলামে৷ এবং বহু মানুষ সেসব কিনে নিয়েছে আগ্রহ ভরে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন